Ads Area

Web Design Course Admission

ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর।

ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাবঃ


ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব সর্বাধিক। তাই ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব গুলি হল নিম্নরুপ:-

◆ ঋতু পরিবর্তনঃ
মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের ওপর নির্ভর করে ভারতের জলবায়ুতে ঋতু পরিবর্তন হয়ে থাকে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত- পর্যায়ক্রমে এই চারটি ঋতু সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়।

◆ গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্কঃ
জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির ও জলীয় বাষ্পহীন উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়।

◆ বৃষ্টিপাতঃ
ভারতের মোট বৃষ্টিপাতের অধিকাংশ (প্রায় 85% থেকে 90%) বৃষ্টিপাতই ঘটে থাকে মৌসুমী বায়ুর প্রভাবে। সমুদ্র থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে এবং সারা ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।

◆ বৃষ্টিপাতের অসম বন্টনঃ
মৌসুমী বায়ুর প্রভাব ভারতের সর্বত্র সমানভাবে পড়ে না। তাই ভারতে মৌসুমী বৃষ্টিপাতের বন্টনও সর্বত্র সমান নয়। ভারতের পূর্ব থেকে পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে।

◆ খরা ও বন‍্যার প্রাদুর্ভাবঃ
মৌসুমী বায়ু খামখেয়ালী চরিত্রের হওয়ায় কোনো বছর অধিক বৃষ্টিপাতের কারণে বন্যা এবং কোনো বছর স্বল্প বৃষ্টিপাতের কারণে খরার প্রাদুর্ভাব দেখা যায়।

◆ বায়ুপ্রবাহঃ
গ্রীষ্মকালে সমুদ্র থেকে স্থলভাগের দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়।

◆ ঘূর্ণবাতের উৎপত্তিঃ
প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে শরৎকালে বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় তার প্রভাবে পূর্ব উপকূল বরাবর মাঝে মাঝে প্রবল ঝড় বৃষ্টি হয়।

◆ বছরে দু'বার বৃষ্টিঃ
তামিলনাড়ুর করমন্ডল উপকূলে মৌসুমী বায়ুর প্রভাবে বছরে দুবার বৃষ্টিপাত সংঘটিত হয়, একবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষাকালে ও আর একবার উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে।


Top Post Ad

Below Post Ad

Ads Area