Ads Area

Web Design Course Admission

সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপসমূহের চিত্রসহ ব্যাখ্যা দাও।

সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপঃ

সমুদ্রতরঙ্গ জলপ্রবাহজনিত ক্ষয়, অবঘর্ষজনিত ক্ষয়, ঘর্ষনজনিত ক্ষয় এবং দ্রবণজনিত ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে উপকূল ও উপকূল সংলগ্ন অঞ্চলে বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ গঠন করে।

সমুদ্রভৃগুঃ

সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে উপকূলভাগের কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রমুখী যে খাড়া তলের সৃষ্টি হয়, তাকে সমুদ্রভৃগু বা খাড়া সমুদ্রপাড় বলে।
উদা:
গোয়ার সমুদ্র উপকূলে আঞ্জুনা তটভূমির সমুদ্রভৃগু।

তরঙ্গকর্তিত মঞ্চঃ

সমুদ্রতরঙ্গের ক্রমাগত আঘাতে উপকূলের খাড়া পাড় ক্ষয়প্রাপ্ত হয়ে অর্থাৎ ভৃগুর পশ্চাদপসরণের ফলে মঞ্চের মতো যে প্রায় সমতল পৃষ্ঠের সৃষ্টি হয়, তাকে তরঙ্গ কর্তিত মঞ্চ বলে।
উদা:
উত্তর কোঙ্কন উপকূলে রাভাস নদীর দক্ষিনে এইরূপ তরঙ্গ কর্তিত মঞ্চ গড়ে উঠেছে।

                       চিত্রঃ   তরঙ্গ কর্তিত মঞ্চ


সমুদ্রগুহাঃ

সমুদ্র উপকূলে দুর্বল ও ফাটল যুক্ত শিলাস্তরে তরঙ্গের ক্রমাগত আঘাতে ক্ষয় কার্যের ফলে যে গহ্বরের সৃষ্টি হয়, তাকে সমুদ্রগুহা বলে।
উদা:
স্কটল্যান্ডের স্ট‍্যাফা দ্বীপের ফিঙ্কলজ ক‍েভ একটি সমুদ্রগুহা।

ব্লো হোলঃ

সমুদ্র উপকূলের ভৃগুতে দুর্বল শিলা অবস্থান করলে তরঙ্গের ক্রমাগত আঘাতে সেখানে গুহার সৃষ্টি হয়, সেই গুহার ভেতরের আবদ্ধ বায়ু সম্মুখ তরঙ্গের আঘাতে সংকুচিত হয়। তরঙ্গের প্রত্যাবর্তনে ওই বায়ু প্রসারিত হয় এবং গুহার দেওয়ালে প্রচন্ড চাপ দেয়। একসময় গুহার ছাদ ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়। তরঙ্গের চাপে জল ও বাতাস ঐ গর্ত দিয়ে সশব্দে বের হয়। সমুদ্র উপকূলের এরূপ গুহামুখ কে ব্লো-হোল বলে।
উদা:
সামোয়ার সাভাই দ্বীপের অ‍্যালোফাগা বা টাগা ব্লো হোল

                    চিত্রঃ   সমুদ্রগুহা ও ব্লো হোল



জিওঃ

সমুদ্র উপকূলে দুর্বলশিলা বরাবর একাধিক ব্লো-হোল সৃষ্টি হলে কালক্রমে গুহার ছাদ সম্পূর্ণ ধ্বসে গিয়ে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয়, তাকে জিও বলে।

                           চিত্রঃ        জিও


স্বাভাবিক খিলানঃ

সমুদ্রের দিকে বিস্তৃত কোনো ভূমিভাগের দুদিকে গুহার সৃষ্টি হলে অনেক সময় দুটি গুহার মধ্যবর্তী অংশ ক্ষয় পেয়ে অন্য দিক পর্যন্ত প্রসারিত হয় এবং মনে হয় যেন একটি সেতু দুটি পৃথক শিলাদেহকে যুক্ত করেছে। এরুপ সুড়ঙ্গের ছাদকে স্বাভাবিক খিলান বলে।
উদা:
ইংল্যান্ডের ডর্সেট উপকূলের ডার্ডল ডোর একটি স্বাভাবিক খিলান।

স্ট‍্যাক্ঃ

সমুদ্র তরঙ্গের ক্রমাগত ক্ষয়ের ফলে সুড়ঙ্গের ছাদ বা খিলানটি ধ্বসে পড়ে। ফলে খিলানের সমুদ্রের দিকের অংশটি স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের উপর স্তম্ভ আকারে অবস্থান করে। এরূপ স্তম্ভকে স্ট‍্যাক বলে।
উদা:
ব্রিটিশ দ্বীপপুঞ্জের ওর্কনি দ্বীপের ' The Old Man of Hoy' একটি স্ট‍্যাকের উদাহরণ।

স্ট‍্যাম্পঃ

ক্রমাগত ক্ষয় কার্যের ফলে ইস্তেকের উচ্চতা হ্রাস পায় এই স্ট্যাক যখন উচ্চতা হারিয়ে জলতল পৃষ্ঠের সমান উচ্চতায় বা জলে নিমজ্জিত অবস্থায় অবস্থান করে, তখন তাকে স্ট‍্যাম্প বলে।
উদা:
গোয়ার সমুদ্র উপকূলের থেকে অনতিদূরে স্ট‍্যাম্প দেখতে পাওয়া যায়।

           চিত্রঃ      স্বাভাবিক খিলান ও স্ট‍্যাক 






Top Post Ad

Below Post Ad

Ads Area