মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায়।
বা, মরু অঞ্চলে বায়ু প্রধান শক্তি রুপে কাজ করে।
◆ বাধাহীন বায়ুপ্রবাহঃ মরু অঞ্চল প্রায় উদ্ভিদ বিরল হওয়ায় এখানে বায়ু বাধাহীনভাবে প্রবল বেগে প্রবাহিত হয়। এছাড়া, মরু অঞ্চল জনমানবহীন বলে বায়ু বসতবাড়ি বা অন্য কোনো বাধারও সম্মুখীন হয় না। ফলে ভূপৃষ্ঠের আলগা বালুকারাশি এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়।
◆ যান্ত্রিক আবহবিকারের প্রাবল্যঃ মরু অঞ্চলে দিন-রাত্রি এবং শীত-গ্রীষ্মের মধ্যে উষ্ণতার পার্থক্য অনেক বেশি। তাই উষ্ণতার পার্থক্যে শিলাসমূহ যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ-বিচূর্ণ হয়ে অবশেষে বালিকণায় পরিণত হয়, যা বায়ুর ক্ষয়কার্যের প্রধান উপাদান।
◆ বৃষ্টিপাতের অভাবঃ মরু অঞ্চলে বৃষ্টি প্রায় হয় না বা বৃষ্টিপাতের পরিমাণ খুবই অল্প। তাই বালিস্তর সর্বদা আলগা ও শিথিল থাকে, আর এই আলগা বালুকণা বায়ু সহজেই উড়িয়ে নিয়ে যেতে পারে।
◆ উদ্ভিদবিরলতাঃ বৃষ্টির অভাবে মরু অঞ্চল প্রায় উদ্ভিদশূন্য। উদ্ভিদের সমাবেশ না থাকায় বায়ু যেমন বাধাহীনভাবে প্রবল বেগে প্রবাহিত হয়, তেমনি উদ্ভিদ না থাকায় মৃত্তিকা কে আঁকড়ে ধরে রাখার সুযোগ নেই। ফলে মৃত্তিকার স্তরও আলগা প্রকৃতির হয়, যা বায়ুর দ্বারা সহজেই অপসারিত হয়।