Ads Area

Web Design Course Admission

ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ‍্যে পার্থক‍্য উল্লেখ কর।

ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ‍্যে পার্থক‍্যঃ- 

ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ‍্যে যেসব পার্থক‍্য পরিলক্ষিত হয় সেগুলি হল নিম্নরুপ---

✍ কেন্দ্রে বায়ুচাপ
◆ ঘূর্ণবাত:
ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ।
◆ প্রতীপ ঘূর্ণবাত:
প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ।


✍ বায়ুপ্রবাহ
◆ ঘূর্ণবাত:
ঘূর্ণবাতে বায়ু চারদিক থেকে কেন্দ্রের দিকে ছুটে আসে।
◆ প্রতীপ ঘূর্ণবাত:
প্রতীপ ঘূর্ণবাতে বায়ু কেন্দ্র থেকে চারদিকে প্রবাহিত হয়।


✍ বায়ুর প্রকৃতি
◆ ঘূর্ণবাত:
ঘূর্ণবাতের কেন্দ্রের বায়ু উষ্ণ ও ঊর্ধ্বমুখী।
◆ প্রতীপ ঘূর্ণবাত:
প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রের বায়ু শীতল ও নিম্নবহির্মুখী।


✍ বায়ুর ঘূর্ণন দিক
◆ ঘূর্ণবাত:
ঘূর্ণবাতে বায়ু উত্তর গোলার্ধে বামদিকে ও দক্ষিণ গোলার্ধে ডানদিকে বেঁকে প্রবাহিত হয়।
◆ প্রতীপ ঘূর্ণবাত:
প্রতীপ ঘূর্ণবাতে বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়।


✍ বায়ুর গতিবেগ
◆ ঘূর্ণবাত:
ঘূর্ণবাতের বায়ু মাঝারি থেকে তীব্র গতিসম্পন্ন।
◆ প্রতীপ ঘূর্ণবাত:
প্রতীপ ঘূর্ণবাতের বায়ু ধীর গতিসম্পন্ন।


✍ উৎপত্তিস্থল
◆ ঘূর্ণবাত:
ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সমুদ্র এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে।
◆ প্রতীপ ঘূর্ণবাত:
প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে অতি শীতল স্থলভাগের ওপর।


✍ স্থায়িত্ব
◆ ঘূর্ণবাত:
ঘূর্ণবাত স্বল্পস্থায়ী হয়।
◆ প্রতীপ ঘূর্ণবাত:
প্রতীপ ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী হয়।


✍ বিধ্বংসী ক্ষমতা
◆ ঘূর্ণবাত:
ঘূর্ণবাত খুব শক্তিশালী ও বিধ্বংসী প্রকৃতির।
◆ প্রতীপ ঘূর্ণবাত:
প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের মত শক্তিশালী ও বিধ্বংসী প্রকৃতির হয় না।


✍ মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত
◆ ঘূর্ণবাত:
ঘূর্ণবাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকে ও প্রচুর বৃষ্টিপাত হয়।
◆ প্রতীপ ঘূর্ণবাত:
প্রতীপ ঘূর্ণবাতে মেঘের কোনো চিহ্ন থাকে না, আকাশ পরিষ্কার থাকে। বৃষ্টি হয় না।




Top Post Ad

Below Post Ad

Ads Area