Ads Area

Web Design Course Admission

জোয়ারভাটার প্রভাব বা ফলাফলগুলি উল্লেখ করো

জোয়ারভাটার প্রভাব বা ফলাফলঃ 

সমুদ্রের জলরাশির নিয়মিত উত্থান ও পতনই হলো জোয়ারভাটা। এই জোয়ারভাটার উল্লেখযোগ্য প্রভাব বা ফলাফলগুলি হল নিম্নরূপ:-

✍ জোয়ারভাটার সুফলঃ- জোয়ার ভাটার সুফলগুলি হল---

জোয়ারের সময় নদীগুলিতে জলের মাত্রা বৃদ্ধি পায়, ফলে নৌ চলাচলের সুবিধা হয়।
◆ ভাটার টানে নদীর পলি ও আবর্জনা সমুদ্রে চলে যায়, ফলে নদীর গভীরতা ও নাব্যতা বজায় থাকে।
◆ জোয়ারের সময় সমুদ্রের মাছ নদীতে প্রবেশ করে, ফলে নদীগুলিতে মাছের যোগান বাড়ে।
◆ জোয়ার-ভাটা কে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
◆ শীতপ্রধান অঞ্চলে জোয়ারভাটার ফলে সমুদ্রের লবণাক্ত জল প্রবেশের কারণে সমুদ্র বন্দরগুলি বরফমুক্ত থাকে।

✍ জোয়ারভাটার কুফলঃজোয়ার ভাটার কুফল বা কু-প্রভাবগুলি হল---

জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত জল প্রবেশের কারণে নদীর জলে লবণের মাত্রা বৃদ্ধি পায়। ফলে ওই জল সেচ কার্যে ও পানীয় ক্ষেত্রে ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে।
◆ প্রবল জোয়ারে নদীর পাড় ভেঙ্গে বন্যার সৃষ্টি হয় এবং বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে লবনতার প্রভাবে জমি চাষের অযোগ্য হয়ে পড়ে।
◆ প্রবল জোয়ারে নৌকা, লঞ্চ বা ছোট ছোট জাহাজের ক্ষতি হয়।
◆ জোয়ারের প্রাবল্য অধিক হলে অনেক সময় মোহনার পলি নদীর অভ্যন্তরভাগে সঞ্চিত হয়ে নদীর নাব্যতা ও গভীরতা কমায়।

Top Post Ad

Below Post Ad

Ads Area