Ads Area

Web Design Course Admission

বিনাশকারী তরঙ্গ ও গঠনকারী তরঙ্গের মধ‍্যে পার্থক‍্য উল্লেখ কর।

বিনাশকারী তরঙ্গ ও গঠনকারী তরঙ্গের মধ‍্যে পার্থক‍্যঃ


👉 সংজ্ঞা

◆ বিনাশকারী তরঙ্গ:
প্রবল ঝড় বা সুনামির আবির্ভাবে সৃষ্ট উত্তাল সম্মুখ তরঙ্গ উপকূলের দিকে আছড়ে পড়ে, প্রত্যাবর্তনকারী তরঙ্গ রূপে প্রবল শক্তিশালী হয় এবং এর প্রভাবে উপকূলের বিনাশ ঘটে বলে একে বিনাশকারী তরঙ্গ বলে।
◆ গঠনকারী তরঙ্গ:
অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন শান্ত তরঙ্গের প্রভাবে নুড়ি, বালি জাতীয় পদার্থের সঞ্চয়কার্যের ফলে প্রশস্ত বেলাভূমি গঠিত হয় বলে একে গঠনকারী তরঙ্গ বলে।

👉 প্রকৃতি

◆ বিনাশকারী তরঙ্গ:
বিনাশকারী তরঙ্গে সোয়াশ অপেক্ষা ব‍্যাকওয়াশ বেশি শক্তিশালী হয়।
◆ গঠনকারী তরঙ্গ:
গঠনকারী তরঙ্গে ব্যাকওয়াশ অপেক্ষা সোয়াশ বেশি শক্তিশালী হয়।

👉 উৎপত্তির কারণ 

◆ বিনাশকারী তরঙ্গ:
সুনামি বা প্রবল ঝড়ের প্রকোপে বিনাশকারী তরঙ্গের সৃষ্টি হয়।
◆ গঠনকারী তরঙ্গ:
সমুদ্রের উন্মুক্ততা ও মৃদু বায়ুপ্রবাহের কারণে সৃষ্টি হয় গঠনকারী তরঙ্গ।

👉 তরঙ্গের আগমন সংখ‍্যা

◆ বিনাশকারী তরঙ্গ:
উর্মিভঙ্গের পর ১ মিটার উচ্চতা সম্পন্ন তরঙ্গ প্রতি মিনিটে ১৫-২০ বার তটভূমিতে আছড়ে পড়ে।
◆ গঠনকারী তরঙ্গ:
উর্মিভঙ্গের পর ১ মিটার উচ্চতা সম্পন্ন তরঙ্গ প্রতি মিনিটে ৫-৮ বার তটভূমিতে আছড়ে পড়ে।

👉 পদার্থের স্থানান্তর

◆ বিনাশকারী তরঙ্গ:
এই তরঙ্গের ফলে ক্ষয়প্রাপ্ত পদার্থ সৈকতে সঞ্চিত না হয়ে দূর সমুদ্রে নিক্ষিপ্ত হয়।
◆ গঠনকারী তরঙ্গ:
এই তরঙ্গের ফলে বিভিন্ন পদার্থ তটভূমিতে সঞ্চিত হয়।

👉 উপকূলের ওপর প্রভাব

◆ বিনাশকারী তরঙ্গ:
অধিক উচ্চতা সম্পন্ন প্রত্যাবর্তনকারী তরঙ্গের প্রভাবে উপকূলভাগ ক্ষয়প্রাপ্ত হয়।
◆ গঠনকারী তরঙ্গ:
ধীর গতিসম্পন্ন সম্মুখ তরঙ্গ তটভূমিতে পদার্থের সঞ্চয় ঘটিয়ে প্রশস্ত বেলাভূমি গঠন করে।

👉 ভূমিরুপ

◆ বিনাশকারী তরঙ্গ:
এই তরঙ্গের প্রভাবে বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ গড়ে ওঠে, যেমন- ভৃগু, গুহা, ব্লো হোল, সামুদ্রিক স্তম্ভ প্রভৃতি।
◆ গঠনকারী তরঙ্গ:
এই তরঙ্গের প্রভাবে বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠে, যেমন- সৈকতভূমি, বাঁধ, তটভূমি প্রভৃতি।



Top Post Ad

Below Post Ad

Ads Area