কাম্য জনসংখ্যাঃ
সাধারণভাবে কোন দেশের সম্পদকে সুষ্ঠুভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজন জনসংখ্যাকেই বলা হয় কাম্য জনসংখ্যা।
অর্থাৎ, কোনো দেশের জনসংখ্যা সেই দেশের প্রাপ্ত সম্পদের অনুপাতে গড়ে উঠলে তাকে কাম্য জনসংখ্যা বলে।
অন্যভাবে বলা যায়, কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সর্বাপেক্ষা অনুকূল জনসংখ্যাই হলো কাম্য জনসংখ্যা।
উদা:- স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি দেশে কাম্য জনসংখ্যা দেখা যায়।
কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যঃ-
কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ---
◆ কাম্য জনসংখ্যার ধারণাটি গতিশীল এবং পরিবর্তনশীল প্রকৃতির।
◆ কাম্য জনসংখ্যায় কার্যকরী জমির পূর্ণ ব্যবহার করা হয়ে থাকে।
◆ কাম্য জনসংখ্যায় মানুষের মাথাপিছু উৎপাদন সর্বাধিক হয় এবং জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়।
◆ কাম্য জনসংখ্যা থাকা অবস্থায় কোনো দেশের সর্বাধিক উন্নতি ঘটে।
◆ কাম্য জনসংখ্যা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রকারের হয়।
◆ এই অবস্থায় সম্পদ উৎপাদনের জন্য প্রয়োজনীয় শ্রমশক্তির অভাব হয় না।
◆ কাম্য জনসংখ্যা একটি আদর্শ জনসংখ্যার ধারণা। একে নির্ণয় করা তুলনামূলকভাবে বেশ কঠিন।