কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত।
◆ স্ক্র্যাপ লোহার যোগান
জাপান দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে স্বল্প মূল্যে স্ক্র্যাপ আয়রন বা ছাঁটাই লোহা আমদানি করে। এছাড়া, এ দেশের বড় বড় শহর ও শিল্পকেন্দ্র গুলি থেকেও ছাঁটাই লোহার যোগান পাওয়া যায়।
◆ বন্দরের নৈকট্য
জাপান দ্বীপরাষ্ট্র হওয়ায় এখানে অনেকগুলি সমুদ্র বন্দর রয়েছে। এই বন্দর গুলির মাধ্যমে জলপথে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ও শিল্পজাত দ্রব্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে সুবিধা হয়।
◆ আকরিক লোহা আমদানি
দেশের অভ্যন্তরে লোহার আকরিক বা অন্যান্য কাঁচামাল তেমনভাবে পাওয়া না গেলেও জাপান জলপথে স্বল্প খরচে ভারত, অস্ট্রেলিয়া, ফিলিপাইনস প্রভৃতি দেশ থেকে লৌহ আকরিক ও লৌহ ইস্পাত শিল্পের অন্যান্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করে।
◆ উন্নত প্রযুক্তি
জাপান প্রযুক্তির দিক থেকে খুবই উন্নত। তাই শিল্পক্ষেত্রে উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে ছাঁটাই লোহা থেকেও অতি উচ্চমানের ইস্পাত তৈরিতে সক্ষম।
◆ চাহিদা বা বাজার
জাপান প্রযুক্তিতে উন্নত বলে এদেশের শিল্পে তৈরি ইস্পাতও উৎকৃষ্ট মানের। ফলে বিশ্ববাজারে জাপানের ইস্পাতের চাহিদা অত্যন্ত বেশি। এছাড়া, অভ্যন্তরীণ বাজারেও ইস্পাতের যথেষ্ট চাহিদা রয়েছে।
◆ পর্যাপ্ত জলবিদ্যুতের যোগান
জাপানে খরস্রোতা নদীগুলির প্রবাহপথে গড়ে ওঠা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে জলবিদ্যুৎ- এর যোগান পাওয়া যায়, যা শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায়।
◆ উন্নত পরিবহন ব্যবস্থা
জাপানের অভ্যন্তরীণ সড়ক পরিবহন ও রেল পরিবহন ব্যবস্থা উন্নত মানের। ফলে শিল্পজাত দ্রব্য অভ্যন্তরীণ বাজারে দ্রুত পাঠানোর ক্ষেত্রে সুবিধা হয়।
◆ দক্ষ শ্রমিক
জাপানে আধুনিক কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ ও পরিশ্রমী শ্রমিকের যোগান পাওয়া যায়। যা এদেশে শিল্পোন্নতির অন্যতম কারণ।