Ads Area

Web Design Course Admission

কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন?

কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত।


জাপান লৌহ ইস্পাত উৎপাদনে বিশ্বে উল্লেখযোগ্য স্থান অধিকার করে। কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও লৌহ ইস্পাত শিল্পে জাপানের উন্নতির কারণগুলি হল নিম্নরূপ:-

◆ স্ক্র‍্যাপ লোহার যোগান
জাপান দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে স্বল্প মূল্যে স্ক্র্যাপ আয়রন বা ছাঁটাই লোহা আমদানি করে। এছাড়া, এ দেশের বড় বড় শহর ও শিল্পকেন্দ্র গুলি থেকেও ছাঁটাই লোহার যোগান পাওয়া যায়।

◆ বন্দরের নৈকট্য
জাপান দ্বীপরাষ্ট্র হওয়ায় এখানে অনেকগুলি সমুদ্র বন্দর রয়েছে। এই বন্দর গুলির মাধ্যমে জলপথে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ও শিল্পজাত দ্রব্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে সুবিধা হয়।

◆ আকরিক লোহা আমদানি
দেশের অভ‍্যন্তরে লোহার আকরিক বা অন্যান্য কাঁচামাল তেমনভাবে পাওয়া না গেলেও জাপান জলপথে স্বল্প খরচে ভারত, অস্ট্রেলিয়া, ফিলিপাইনস প্রভৃতি দেশ থেকে লৌহ আকরিক ও লৌহ ইস্পাত শিল্পের অন্যান্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করে।

◆ উন্নত প্রযুক্তি
জাপান প্রযুক্তির দিক থেকে খুবই উন্নত। তাই শিল্পক্ষেত্রে উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে ছাঁটাই লোহা থেকেও অতি উচ্চমানের ইস্পাত তৈরিতে সক্ষম।

◆ চাহিদা বা বাজার
জাপান প্রযুক্তিতে উন্নত বলে এদেশের শিল্পে তৈরি ইস্পাতও উৎকৃষ্ট মানের। ফলে বিশ্ববাজারে জাপানের ইস্পাতের চাহিদা অত্যন্ত বেশি। এছাড়া, অভ্যন্তরীণ বাজারেও ইস্পাতের যথেষ্ট চাহিদা রয়েছে।

◆ পর্যাপ্ত জলবিদ্যুতের যোগান
জাপানে খরস্রোতা নদীগুলির প্রবাহপথে গড়ে ওঠা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে জলবিদ্যুৎ- এর যোগান পাওয়া যায়, যা শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায়।

◆ উন্নত পরিবহন ব্যবস্থা
জাপানের অভ্যন্তরীণ সড়ক পরিবহন ও রেল পরিবহন ব্যবস্থা উন্নত মানের। ফলে শিল্পজাত দ্রব্য অভ্যন্তরীণ বাজারে দ্রুত পাঠানোর ক্ষেত্রে সুবিধা হয়।

◆ দক্ষ শ্রমিক
জাপানে আধুনিক কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ ও পরিশ্রমী শ্রমিকের যোগান পাওয়া যায়। যা এদেশে শিল্পোন্নতির অন্যতম কারণ।

Top Post Ad

Below Post Ad

Ads Area