ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যঃ
ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরুপ--
মৌসুমী বায়ুর প্রভাবঃ-
ভারতের জলবায়ু সম্পূর্ণভাবে মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভারতের জলবায়ুর ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের বন্টন ও পরিমান, উষ্ণতার তারতম্য প্রভৃতি মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত হয়।
ঋতু পরিবর্তনঃ-
ভারতের জলবায়ুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ঋতু পরিবর্তন। এই জলবায়ুতে প্রধানত চারটি ঋতু- গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল চক্রাকারে আবর্তিত হয়। এছাড়া, স্বল্প সময়ের দুটি ঋতু হেমন্তকাল ও বসন্তকাল যথাক্রমে শীতের আগে ও পরে দেখা যায়।
উষ্ণতার পার্থক্যঃ-
ভারতে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে সর্বাধিক ও শীতকালে সর্বনিম্ন। সামগ্রিকভাবে দক্ষিণ থেকে উত্তরে তাপমাত্রা ক্রমশ কমে। আবার পশ্চিম ভারত অপেক্ষা পূর্ব ভারতে তাপমাত্রা অপেক্ষাকৃত কম। শীতকালে হিমালয় পার্বত্য অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়।
বৃষ্টিপাতের অসম বন্টনঃ-
ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় ৮৫% সংঘঠিত হয় বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে। এই বৃষ্টিপাতের বন্টন খুবই অসম প্রকৃতির হয়। পূর্ব ভারতে যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাত ১৫০-২৫০ সেমি, সেখানে পশ্চিম ভারতে গড় বৃষ্টিপাত মাত্র ৫০-৬০ সেমি, আবার মধ্য ভারতে প্রায় ১০০-১৫০ সেমি, অন্যদিকে উত্তর-পূর্ব ভারতে প্রায় ৩০০-৫০০ সেমি বৃষ্টিপাত হয়ে থাকে।
অনিয়মিত মৌসুমী বৃষ্টিপাতঃ-
মৌসুমী বায়ু খামখেয়ালী প্রকৃতির। তাই কোনো বছর নির্দিষ্ট সময়ের আগে বা কোনো বছর অনেক দেরিতে মৌসুমী বায়ুর আগমন ঘটে। এ কারণে প্রতিবছর বৃষ্টিপাতের পরিমাণ সর্বত্র সমান হয় না।
ঋতুকালীন বায়ুপ্রবাহঃ-
গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে এবং শীতকালে উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে মৌসুমী বায়ু প্রবাহিত হয়।
স্থানীয় বায়ুপ্রবাহঃ-
গ্রীষ্মকালে উত্তর পূর্ব ভারতে কালবৈশাখী, উত্তর ও মধ্য ভারতে উষ্ণ বায়ু লু, রাজস্থানে আঁধি, অসমে বরদৈছিলা প্রভৃতি স্থানীয় বায়ুর আবির্ভাব ঘটে।
ঘূর্ণিঝড়ঃ-
গ্রীষ্মকাল ও শরৎকালে উপকূলীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আগমন ঘটে এবং শীতকালে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়।