উভয় গোলার্ধে 15° থেকে 35° অক্ষরেখার মধ্যে উষ্ণ মরু জলবায়ু বিস্তৃত।
পৃথিবীর সব উষ্ণ মরুভূমিগুলি এই প্রকার জলবায়ুর অন্তর্গত।
উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্যঃ- উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ-
I. উষ্ণতা সংক্রান্ত বৈশিষ্ট্যঃ
◆ঋতুবৈচিত্র্য:- এই জলবায়ু অঞ্চলে দুটি প্রধান ঋতু স্পষ্টভাবে পরিলক্ষিত হয়- গ্রীষ্ম ও শীত।
◆গ্রীষ্মকালীন উষ্ণতা:- এই অঞ্চলে উষ্ণতম মাসের গড় উষ্ণতা প্রায় 28°C থেকে 35°C. গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 40°C থেকে 45°C হয়ে থাকে। মাঝে মাঝে এই উষ্ণতা 50°C ছাড়িয়ে যায়।
◆শীতকালীন উষ্ণতা:- এই অঞ্চলে শীতলতম মাসের গড় উষ্ণতা থাকে 10° থেকে 15°C-এর মধ্যে। শীতকালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 15° থেকে 20°C হয়ে থাকে।কখনো কখনো এই তাপমাত্রা 25° থেকে 27°C পর্যন্ত উঠে যায়।শীতকালে রাতে সর্বনিম্ন তাপমাত্রা কখনো কখনো হিমাঙ্কের কাছাকাছি চলে যায়।
◆উষ্ণতার প্রসর:- এই অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসর হয় প্রায় 30° থেকে 35°C। দৈনিক উষ্ণতার প্রসর অনেক বেশি, এমনকি বার্ষিক উষ্ণতার প্রসর অপেক্ষাও বেশি হয়।
II. বায়ুচাপ ও বায়ুপ্রবাহ সংক্রান্ত বৈশিষ্ট্যঃ
◆বায়ুর প্রকৃতি:- নিরক্ষীয় অঞ্চলের বায়ু ও মেরু বৃত্ত প্রদেশীয় বায়ুুু এই অঞ্চলে এসে নিম্নগামী হয়ে সংকুচিত হয়, ফলে বায়ুর চাপ ও তাপ বেড়ে গিয়ে বায়ু উষ্ণ ও শুষ্ক হয়।
◆ঘূর্ণিঝড় ও ধূলিঝড়:- গ্রীষ্মকালে স্থানীয়ভাবে সৃষ্ট কিছু দুর্বল নিম্নচাপকে কেন্দ্র করে স্থানীয় কিছুু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এছাড়া, গ্রীষ্মকালে দিনের বেলা মরুভূমিতে ধূলিঝড়ের সৃষ্টি হয়।
◆তাপপ্রবাহ:- এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে প্রচন্ড তাপপ্রবাহ দেখা যায়।
◆স্থানীয় বায়ুপ্রবাহ:- এই অঞ্চলের ওপর দিয়ে কিছু স্থানীয় বায়ু প্রবাহিত হয়। যেমন- খামসিন, সাইমুম, সাহানি, হারমাট্টান প্রভৃতি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু উল্লেখযোগ্য।
III. বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্যঃ
◆বাষ্পীভবনের মাত্রা:- উষ্ণ মরু অঞ্চলে উষ্ণতা অধিক হওয়ায় বাষ্পীভবনের হার অধিক হয়, এমনকি বৃষ্টিপাত অপেক্ষাও বাষ্পীভবনের মাত্রা এখানে বেশি।
◆বার্ষিক বৃষ্টিপাত:- বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমিরও কম। মরু অঞ্চলে একনাগাড়ে পরপর কয়েক বছর বৃষ্টি নাও হতে পারে, আবার কয়েক বছর বৃষ্টি না হয়ে ওই ক'বছরের মোট বৃষ্টি একদিনেই হতে পারে। মরুপ্রান্তে কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত পঞ্চাশ সেমির কাছাকাছি হয়ে থাকে।
◆শিশির জমা:- এই জলবায়ু অঞ্চলে রাতের দিকে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চলে আসায় ভোরবেলার দিকে শিশির জমার ঘটনা ঘটে।
◆মেঘমুক্ত আকাশ:- মরু অঞ্চলে বছরের অধিকাংশ দিন অর্থাৎ, প্রায় 300 থেকে 320 দিন পর্যন্ত আকাশ নির্মল মেঘমুক্ত থাকে।