মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্যঃ
এই দুই প্রকার জলবায়ুর মধ্যে প্রধান পার্থক্য গুলি হল নিম্নরুপ--
1. অক্ষাংশগত অবস্থানঃ
মৌসুমী জলবায়ু:
উভয় গোলার্ধে 10° থেকে 25° অক্ষরেখার মধ্যে এই মৌসুমী জলবায়ু পরিলক্ষিত হয়।
ভূমধ্যসাগরীয় জলবায়ু:
উভয় গোলার্ধে 30° থেকে 45° অক্ষরেখার মধ্যে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু পরিলক্ষিত হয়।
2. প্রধান অঞ্চলঃ
মৌসুমী জলবায়ু:
এই জলবায়ুর প্রধান অঞ্চল হল ভারতীয় উপমহাদেশ।
ভূমধ্যসাগরীয় জলবায়ু:
এই জলবায়ুর প্রধান অঞ্চল হল ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল।
3. বায়ুর চাপঃ
মৌসুমী জলবায়ু:
এই জলবায়ু অঞ্চলে স্থানভেদে ও ঋতুভেদে বায়ুর চাপের তারতম্য লক্ষ্য করা যায়।
ভূমধ্যসাগরীয় জলবায়ু:
এই জলবায়ু অঞ্চল উপক্রান্তীয় উচ্চচাপ বিশিষ্ট অঞ্চলের অন্তর্গত।
4. ঋতুর প্রকৃতিঃ
মৌসুমী জলবায়ু:
গ্রীষ্মকাল উষ্ণ-আর্দ্র ও শীতকাল শীতল-শুষ্ক প্রকৃতির।
ভূমধ্যসাগরীয় জলবায়ু:
গ্রীষ্মকাল উষ্ম-শুষ্ক ও শীতকাল শীতল-আর্দ্র প্রকৃতির।
5. গড় উষ্ণতাঃ
মৌসুমী জলবায়ু:
এই অঞ্চলে গ্রীষ্মকালে গড় উষ্ণতা 27°-32°C এবং শীতকালে গড় উষ্ণতা 14°-20°C
ভূমধ্যসাগরীয় জলবায়ু:
এই অঞ্চলে গ্রীষ্মকালে গড় উষ্ণতা 21°-27°C এবং শীতকালে গড় উষ্ণতা 5°-10°C
6. উষ্ণতার প্রসরঃ
মৌসুমী জলবায়ু:
এই জলবায়ুতে বার্ষিক উষ্ণতার প্রসর 4°-10°C
ভূমধ্যসাগরীয় জলবায়ু:
এই জলবায়ুতে বার্ষিক উষ্ণতার প্রসর 11°-17°C
7. বৃষ্টিপাতের পরিমাণঃ
মৌসুমী জলবায়ু:
এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 200 সেন্টিমিটার।
ভূমধ্যসাগরীয় জলবায়ু:
এই অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 50 থেকে 75 সেন্টিমিটার।}
8. তুষারপাতঃ
মৌসুমী জলবায়ু:
মৌসুমী জলবায়ু অঞ্চলে সাধারণত তুষারপাত দেখা যায় না।
ভূমধ্যসাগরীয় জলবায়ু:
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে তুষারপাত হয়ে থাকে।
9. বায়ুপ্রবাহঃ
মৌসুমী জলবায়ু:
এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ও শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।
ভূমধ্যসাগরীয় জলবায়ু:
এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে আয়ন বায়ু ও শীতকালে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়।
10. বৃষ্টিপাতের ওপর বায়ুপ্রবাহের প্রভাবঃ
মৌসুমী জলবায়ু:
এই অঞ্চলের শতকরা 90 শতাংশেরও বেশি বৃষ্টিপাত আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দ্বারা ঘটে থাকে।
ভূমধ্যসাগরীয় জলবায়ু:
এই অঞ্চলের শতকরা 75 ভাগ বৃষ্টিপাত শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে হয়ে থাকে।