আলোকপ্রেমী উদ্ভিদ ও আলোকবিদ্বেষী উদ্ভিদের পার্থক্যঃ-
👉 সংজ্ঞাঃ
◆ আলোকপ্রেমী উদ্ভিদ:
যে সমস্ত উদ্ভিদ পর্যাপ্ত আলোকের উপস্থিতিতে অর্থাৎ পূর্ণ সূর্যালোকে সবচেয়ে ভালো জন্মায়, তাদের আলোকপ্রেমী উদ্ভিদ বলে।
উদাহরণ: সূর্যমুখী, নয়নতারা, বেল, জবা, গন্ধরাজ, জিনিয়া প্রভৃতি।
◆ আলোকবিদ্বেষী উদ্ভিদ:
যে সমস্ত উদ্ভিদ সূর্যালোক পছন্দ করে না অর্থাৎ ছায়াযুক্ত পরিবেশে ভালো জন্মায়, তাদের ছায়াপ্রিয় বা আলোকবিদ্বেষী উদ্ভিদ বলে।
উদাহরণ: পান, গজপিপুল, অর্কিড, অ্যাগলোনিমা প্রভৃতি।
👉 প্রকৃতিঃ
◆ আলোকপ্রেমী উদ্ভিদ:
আলোকপ্রেমী উদ্ভিদের জন্ম ও বৃদ্ধি, বিকাশের ক্ষেত্রে পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন হয়
◆ আলোকবিদ্বেষী উদ্ভিদ:
আলোকবিদ্বেষী উদ্ভিদের জন্ম ও বৃদ্ধি, বিকাশের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ছায়াময় অঞ্চলের প্রয়োজন হয়।
👉 পর্বমধ্যঃ
◆ আলোকপ্রেমী উদ্ভিদ:
এই জাতীয় উদ্ভিদের পর্বমধ্যগুলি সাধারণত ছোটো বা খর্ব হয়।
◆ আলোকবিদ্বেষী উদ্ভিদ:
এই জাতীয় উদ্ভিদের পর্বমধ্যগুলি তুলনামূলকভাবে দীর্ঘ হয়।
👉 পাতার বৈশিষ্ট্যঃ
◆ আলোকপ্রেমী উদ্ভিদ:
আলোকপ্রেমী উদ্ভিদের পাতাগুলি আকারে অপেক্ষাকৃত ছোট হয় এবং এগুলি সূর্যকিরণ প্রতিফলনে সক্ষম।
◆ আলোকবিদ্বেষী উদ্ভিদ:
আলোকবিদ্বেষী উদ্ভিদের পাতাগুলি আকারে অপেক্ষাকৃত বড় হয় এবং এগুলি সূর্যকিরণ প্রতিফলনে অক্ষম।
👉 পত্রফলকঃ
◆ আলোকপ্রেমী উদ্ভিদ:
এই জাতীয় উদ্ভিদের পাতার ফলক বাঁকা ও কুঞ্চিত হয়।
◆ আলোকবিদ্বেষী উদ্ভিদ:
এই জাতীয় উদ্ভিদের পাতার ফলক চ্যাপ্টা ও মসৃণ হয়।
👉 পাতার বহির্ত্বকঃ
◆ আলোকপ্রেমী উদ্ভিদ:
পাতার বহির্ত্বক পুরু এবং একাধিক স্তরবিশিষ্ট। পাতার উপরিতল ক্লোরোফিলবিহীন।
◆ আলোকবিদ্বেষী উদ্ভিদ:
পাতার বহির্ত্বক পাতলা ও একস্তর বিশিষ্ট। পাতার উপরিতল ক্লোরোফিলযুক্ত।
👉 পত্ররন্ধ্রঃ
◆ আলোকপ্রেমী উদ্ভিদ:
এই প্রকার উদ্ভিদের পত্ররন্ধ্রগুলি পাতার নিম্নতলে অবস্থান করে।
◆ আলোকবিদ্বেষী উদ্ভিদ:
এই প্রকার উদ্ভিদের পত্ররন্ধ্রগুলি পাতার উভয়তলে অবস্থান করে।
👉 সালোকসংশ্লেষ ক্রিয়াঃ
◆ আলোকপ্রেমী উদ্ভিদ:
এই জাতীয় উদ্ভিদ অধিক সালোকসংশ্লেষ ক্রিয়ায় সক্ষম।
◆ আলোকবিদ্বেষী উদ্ভিদ:
এই জাতীয় উদ্ভিদ অপেক্ষাকৃত কম সালোকসংশ্লেষ ক্রিয়ায় সক্ষম।