এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্যঃ-
মাটি গঠনের দুটি মৌলিক প্রক্রিয়া এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। সেগুলি হল নিম্নরুপ---
✍ সংজ্ঞাঃ
◆ এলুভিয়েশন:
মৃত্তিকার ওপরের স্তর থেকে খনিজ ও জৈব পদার্থের অপসারণকে এলুভিয়েশন বলে।
◆ ইলুভিয়েশন:
মৃত্তিকার খনিজ ও জৈব পদার্থের অপসৃত অংশসমূহের নিচের স্তরে সঞ্চয় হওয়াকে ইলুভিয়েশন বলে।
✍ সংঘটন স্থানঃ
◆ এলুভিয়েশন:
এলুভিয়েশন পদ্ধতি মাটির উপরের স্তরে ঘটে থাকে।
◆ ইলুভিয়েশন:
ইলুভিয়েশন পদ্ধতি মাটির নিচের স্তরে ঘটে থাকে।
✍ অপসারণ ও সঞ্চয়ঃ
◆ এলুভিয়েশন:
ধৌত প্রক্রিয়ায় মাটির শীর্ষস্তর থেকে দ্রবীভূত খনিজের অপসারণ ঘটে।
◆ ইলুভিয়েশন:
মাটির নিম্নস্তরে দ্রবীভূত খনিজের সঞ্চয় ঘটে।
✍ নির্ভরশীলতাঃ
◆ এলুভিয়েশন:
যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে এলুভিয়েশন ঘটে থাকে। ইহা পর্যাপ্ত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল।
◆ ইলুভিয়েশন:
ইলুভিয়েশনের বৈশিষ্ট্য নির্ভর করে এলুভিয়েশনের প্রকৃতি ও পদ্ধতির উপর।
✍ স্তর গঠনঃ
◆ এলুভিয়েশন:
মৃত্তিকা পরিলেখের 'A' স্তর গঠিত হয়। এলুভিয়েশন প্রক্রিয়ায় গঠিত হয় বলে ইহা এলুভিয়াল স্তর নামে পরিচিত।
◆ ইলুভিয়েশন:
মৃত্তিকা পরিলেখের 'B' স্তর গঠিত হয়। ইলুভিয়েশন প্রক্রিয়ায় গঠিত হয় বলে ইহা ইলুভিয়াল স্তর নামে পরিচিত।
✍ খনিজ সমৃদ্ধিঃ
◆ এলুভিয়েশন:
এই প্রক্রিয়ায় মাটির উপরের স্তর খনিজশূন্য হয়ে পড়ে।
◆ ইলুভিয়েশন:
এই প্রক্রিয়ায় মাটির নিচের স্তর খনিজসমৃদ্ধ হয়।
✍ মৃত্তিকার বর্ণঃ
◆ এলুভিয়েশন:
এলুভিয়েশনের ফলে মাটির উপরের স্তর হালকা বর্ণের হয়।
◆ ইলুভিয়েশন:
ইলুভিয়েশনের ফলে মাটির নিচের স্তর গাঢ় বর্ণের হয়।