পরিণত মৃত্তিকা ও অপরিণত মৃত্তিকার পার্থক্যঃ-
✍ স্তরায়ণঃ
পরিণত মৃত্তিকা:
পরিণত মৃত্তিকায়- মৃত্তিকার স্তরগুলি সুস্পষ্ট হয়।
অপরিণত মৃত্তিকা:
অপরিণত মৃত্তিকায়- মৃত্তিকার স্তরগুলি সুস্পষ্ট হয় না।
✍ আদি শিলার চিহ্নঃ
পরিণত মৃত্তিকা:
এই মৃত্তিকায় আদি শিলার চিহ্ন বিলুপ্ত হয়ে যায়।
অপরিণত মৃত্তিকা:
এই মৃত্তিকায় আদি শিলার চিহ্ন ভালোভাবে লক্ষ্য করা যায়।
✍ মৃত্তিকার ধর্মঃ
পরিণত মৃত্তিকা:
মাটির ভৌত ও রাসায়নিক ধর্মগুলি প্রায় স্থিতিশীল।
অপরিণত মৃত্তিকা:
মাটির ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পরিবর্তনশীল।
✍ বিবর্তন পর্যায়ঃ
পরিণত মৃত্তিকা:
মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়ার কাজ প্রায় শেষ হয়ে আসে।
অপরিণত মৃত্তিকা:
মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়ার কাজ অসম্পূর্ণ থেকে যায়।
✍ মৃত্তিকার গঠনঃ
পরিণত মৃত্তিকা:
গঠনগত দিক থেকে এই মৃত্তিকা দৃঢ় ও সুসংবদ্ধ হয়।
অপরিণত মৃত্তিকা:
গঠনগত দিক থেকে এই মৃত্তিকা ভঙ্গুর ও আলগা প্রকৃতির।
✍ মৃত্তিকা কণার আকৃতিঃ
পরিণত মৃত্তিকা:
মৃত্তিকা কণার আকৃতি সূক্ষ্মতর হয়।
অপরিণত মৃত্তিকা:
মৃত্তিকা কণার আকৃতি বিভিন্ন ধরনের হয়।
✍ পরিণতিঃ
পরিণত মৃত্তিকা:
দীর্ঘসময়ের পর মাটি পরিণত অবস্থায় পৌঁছায়। তারপর মৃত্তিকা ক্ষয়ের কবলে পড়ে।
অপরিণত মৃত্তিকা:
দীর্ঘ সময়ের পর অপরিণত মাটি নবীন মাটিতে পরিবর্তিত হয়।
✍ উদাহরণঃ
পরিণত মৃত্তিকা:
উদা- ল্যাটেরাইট, চারনোজেম, পডজল মাটি পরিণত প্রকৃতির।
অপরিণত মৃত্তিকা:
উদা- পলি মাটি, লোয়েশ মাটি প্রভৃতি অপরিণত মাটির উদাহরণ।