অঙ্গুরীয় নদী নকশাঃ
গম্বুজ ভূ গঠন অঞ্চলে যে নদী ব্যবস্থায় প্রায় বৃত্তের মতো পরস্পর বিন্যস্ত কঠিন ও কোমল শিলাস্তরকে অবলম্বন করে নদীগুলি প্রবাহিত হয়ে বলয়ের মতো আকৃতির নকশা গঠন করে তাকে অঙ্গুরীয় বা অঙ্গুরিয়াকার নদী নকশা বলে।
উদা:
আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় রেড নদী ব্ল্যাক হিল পাহাড় কে বেষ্টন করে প্রবাহিত হয়ে এই প্রকার অঙ্গুরীয় নদী নকশা গঠন করেছে।
চিত্রঃ
অঙ্গুরীয় নদী নকশা গঠনের নিয়ন্ত্রকঃ
এই নদী নকশা গঠনের নিয়ন্ত্রক হল- পর্যায়ক্রমে কঠিন ও নরম পাললিক শিলায় সজ্জিত ক্ষয়প্রাপ্ত গম্বুজ।
অঙ্গুরীয় নদী নকশার বৈশিষ্ট্যঃ
এই প্রকার অঙ্গুরীয় নদী নকশার বৈশিষ্ট্যগুলি হল নিম্নরুপ:-
◆ এটি একটি ভূগঠন নিয়ন্ত্রিত নদী নকশা।
◆ মূলত: ক্ষয়জাত উচ্চভূমিগুলিতেই এই প্রকার জলনির্গম প্রণালী সুস্পষ্টভাবে গড়ে ওঠে।
◆ প্রায় বলয়ের মতো বিন্যস্ত পরপর কঠিন ও কোমল শিলায় গঠিত গম্বুজ ভূগঠন অঞ্চলে কোমল শিলাস্তরের মধ্য দিয়ে নদীগুলি প্রবাহিত হয়।
◆ গম্বুজের ঢাল বরাবর প্রধান নদীগুলি ওপর থেকে নিচে প্রবাহিত হয়।
◆ পরবর্তী উপনদীগুলি গম্বুজকে বেষ্টন করে চক্রাকারে প্রবাহিত হয়ে প্রায় সমকোণে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়।