Ads Area

Web Design Course Admission

অঙ্গুরীয় বা অঙ্গুরীয়াকার নদী নকশাঃ

অঙ্গুরীয় নদী নকশাঃ

গম্বুজ ভূ গঠন অঞ্চলে যে নদী ব্যবস্থায় প্রায় বৃত্তের মতো পরস্পর বিন্যস্ত কঠিন ও কোমল শিলাস্তরকে অবলম্বন করে নদীগুলি প্রবাহিত হয়ে বলয়ের মতো আকৃতির নকশা গঠন করে তাকে অঙ্গুরীয় বা অঙ্গুরিয়াকার নদী নকশা বলে।

উদা:
আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় রেড নদী ব্ল্যাক হিল পাহাড় কে বেষ্টন করে প্রবাহিত হয়ে এই প্রকার অঙ্গুরীয় নদী নকশা গঠন করেছে।

চিত্রঃ


      চিত্র:   অঙ্গুরীয় বা অঙ্গুরীয়াকার নদী নকশা

অঙ্গুরীয় নদী নকশা গঠনের নিয়ন্ত্রকঃ

এই নদী নকশা গঠনের নিয়ন্ত্রক হল- পর্যায়ক্রমে কঠিন ও নরম পাললিক শিলায় সজ্জিত ক্ষয়প্রাপ্ত গম্বুজ।


অঙ্গুরীয় নদী নকশার বৈশিষ্ট্যঃ

এই প্রকার অঙ্গুরীয় নদী নকশার বৈশিষ্ট্যগুলি হল নিম্নরুপ:-
◆ এটি একটি ভূগঠন নিয়ন্ত্রিত নদী নকশা।
◆ মূলত: ক্ষয়জাত উচ্চভূমিগুলিতেই এই প্রকার জলনির্গম প্রণালী সুস্পষ্টভাবে গড়ে ওঠে।
◆ প্রায় বলয়ের মতো বিন্যস্ত পরপর কঠিন ও কোমল শিলায় গঠিত গম্বুজ ভূগঠন অঞ্চলে কোমল শিলাস্তরের মধ্য দিয়ে নদীগুলি প্রবাহিত হয়।
◆ গম্বুজের ঢাল বরাবর প্রধান নদীগুলি ওপর থেকে নিচে প্রবাহিত হয়।
◆ পরবর্তী উপনদীগুলি গম্বুজকে বেষ্টন করে চক্রাকারে প্রবাহিত হয়ে প্রায় সমকোণে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়।




Top Post Ad

Below Post Ad

Ads Area