জলবিদ্যুৎ শক্তির সুবিধা ও অসুবিধাঃ
জলবিদ্যুৎ শক্তির সুবিধা ও অসুবিধাগুলি হল নিম্নরূপ--
✍ জলবিদ্যুৎ শক্তির সুবিধা
◆ অফুরন্ত সম্পদ: জলবিদ্যুৎ শক্তি প্রবহমান অফুরন্ত সম্পদ। জলের প্রবাহ যতদিন থাকবে, ততদিন জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা যাবে।
◆ কম উৎপাদন ব্যয়: জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রাথমিক ব্যয় খুব বেশি হলেও এর পৌনঃপুনিক ব্যয় অনেক কম। ফলে সামগ্রিকভাবে জলবিদ্যুতের উৎপাদন ব্যয় কম হয়।
◆ পরিবেশমিত্রতা: জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের সময় কোনো ধোঁয়া, ধুলি, বিষাক্ত গ্যাস বা কঠিন তরল বর্জ্য উৎপন্ন হয় না। তাই জলবিদ্যুৎ থেকে কোনো প্রকার পরিবেশ দূষণ ঘটে না। অর্থাৎ, জলবিদ্যুৎ একটি পরিবেশমিত্র সম্পদ।
◆ অধিক উৎপাদন ক্ষমতা: জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে অন্যান্য শক্তিসম্পদের তুলনায় শক্তি উৎপাদন ক্ষমতা অনেক বেশি।
◆ স্বল্প শ্রমশক্তি: জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে তুলনামূলকভাবে অনেক কম শ্রমশক্তির প্রয়োজন হয়।
✍ জলবিদ্যুৎ শক্তির অসুবিধা
◆ প্রাথমিক ব্যয় বেশি: একটি জলবিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে প্রাথমিক ব্যয় অনেক বেশি। ফলে প্রচুর মূলধনের প্রয়োজন হয়।
◆ নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধতা: অনুকূল প্রাকৃতিক পরিবেশ ছাড়া যে কোনো অঞ্চলে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা যায় না।
◆ বাস্তুতন্ত্রের পরিবর্তন: জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য নদীতে বাঁধ দিয়ে বিশাল এলাকা জুড়ে জলাধার নির্মাণ করা হয়, ফলে ওই অঞ্চলের বাস্তুতন্ত্রের পরিবর্তন সাধিত হয়। বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতার অবনতি ঘটে।
◆ বিদ্যুৎ অপচয়: শিল্পকেন্দ্রগুলি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সাধারণত অনেকটা দূরে অবস্থান করে। একারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শিল্পকেন্দ্র পর্যন্ত অধিক দূরত্বে বিদ্যুৎ পরিবহনে বিদ্যুতের অপচয় হয়।