Ads Area

Web Design Course Admission

জলবিদ‍্যুৎ শক্তির সুবিধা ও অসুবিধাগুলি কি কি?

জলবিদ‍্যুৎ শক্তির সুবিধা ও অসুবিধাঃ 


জলবিদ‍্যুৎ শক্তির সুবিধা ও অসুবিধাগুলি হল নিম্নরূপ--

✍ জলবিদ‍্যুৎ শক্তির সুবিধা

◆ অফুরন্ত সম্পদ: জলবিদ্যুৎ শক্তি প্রবহমান অফুরন্ত সম্পদ। জলের প্রবাহ যতদিন থাকবে, ততদিন জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা যাবে।
◆ কম উৎপাদন ব‍্যয়: জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রাথমিক ব্যয় খুব বেশি হলেও এর পৌনঃপুনিক ব্যয় অনেক কম। ফলে সামগ্রিকভাবে জলবিদ্যুতের উৎপাদন ব্যয় কম হয়।
◆ পরিবেশমিত্রতা: জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের সময় কোনো ধোঁয়া, ধুলি, বিষাক্ত গ্যাস বা কঠিন তরল বর্জ্য উৎপন্ন হয় না। তাই জলবিদ্যুৎ থেকে কোনো প্রকার পরিবেশ দূষণ ঘটে না। অর্থাৎ, জলবিদ্যুৎ একটি পরিবেশমিত্র সম্পদ।
◆ অধিক উৎপাদন ক্ষমতা: জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে অন্যান্য শক্তিসম্পদের তুলনায় শক্তি উৎপাদন ক্ষমতা অনেক বেশি।
◆ স্বল্প শ্রমশক্তি: জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে তুলনামূলকভাবে অনেক কম শ্রমশক্তির প্রয়োজন হয়।

✍ জলবিদ‍্যুৎ শক্তির অসুবিধা 

◆ প্রাথমিক ব‍্যয় বেশি: একটি জলবিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে প্রাথমিক ব্যয় অনেক বেশি। ফলে প্রচুর মূলধনের প্রয়োজন হয়।
◆ নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধতা: অনুকূল প্রাকৃতিক পরিবেশ ছাড়া যে কোনো অঞ্চলে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা যায় না।
◆ বাস্তুতন্ত্রের পরিবর্তন: জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য নদীতে বাঁধ দিয়ে বিশাল এলাকা জুড়ে জলাধার নির্মাণ করা হয়, ফলে ওই অঞ্চলের বাস্তুতন্ত্রের পরিবর্তন সাধিত হয়। বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতার অবনতি ঘটে।
◆ বিদ‍্যুৎ অপচয়: শিল্পকেন্দ্রগুলি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সাধারণত অনেকটা দূরে অবস্থান করে। একারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শিল্পকেন্দ্র পর্যন্ত অধিক দূরত্বে বিদ‍্যুৎ পরিবহনে বিদ‍্যুতের অপচয় হয়।





Top Post Ad

Below Post Ad

Ads Area