Ads Area

Web Design Course Admission

প্রাকৃতিক বিপর্যয় ও মনুষ‍্যসৃষ্ট বিপর্যয়ের পার্থক‍্য লেখো।

প্রাকৃতিক বিপর্যয় ও মনুষ‍্যসৃষ্ট বিপর্যয়ের পার্থক‍্য


সংজ্ঞা
✍ প্রাকৃতিক বিপর্যয়: প্রাকৃতিক উপায়ে ঘটে থাকা যেসব ঘটনাবলী প্রকৃতি ও মানব সভ্যতার সমূহ ক্ষতি ঘটায়, সেগুলিকে প্রাকৃতিক বিপর্যয় বলে।
✍ মনুষ‍্যসৃষ্ট বিপর্যয়: মানুষের অবৈজ্ঞানিক ক্রিয়াকলাপ, অসচেতনতা বা সভ্যতা বৃদ্ধির নেশা থেকে যে সব সাংঘাতিক দুর্ঘটনা ঘটে, সেগুলিকে মনুষ‍্যসৃষ্ট বিপর্যয় বলে।

পূর্বাভাস
✍ প্রাকৃতিক বিপর্যয়: প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া কিছুটা সম্ভব হলেও সম্পূর্ণভাবে সম্ভব নয়, আবার অনেকক্ষেত্রে প্রায় অসম্ভব।
✍ মনুষ‍্যসৃষ্ট বিপর্যয়: মানুষের ক্রিয়াকলাপের দ্বারা ঘটে থাকে বলে মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া সম্ভব।

বিপর্যয়ের প্রকৃতি
✍ প্রাকৃতিক বিপর্যয়: প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক কারণে প্রায়ই মাঝে মাঝে ঘটে থাকে।
✍ মনুষ‍্যসৃষ্ট বিপর্যয়: মনুষ্যসৃষ্ট বিপর্যয় বিজ্ঞানের অগ্রগতি, শিল্পোন্নয়ন ও নগরায়ন বাড়ার সাথে সাথে ঘটে থাকে।

ভৌগোলিক পরিবর্তন
✍ প্রাকৃতিক বিপর্যয়: প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কোনো অঞ্চলের ভূপ্রকৃতিগত ও জলবায়ুগত পরিবর্তন ঘটে থাকে।
✍ মনুষ‍্যসৃষ্ট বিপর্যয়: মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের কারণে তেমন কোনো ভৌগোলিক পরিবর্তন ঘটে না।

প্রতিরোধ ব‍্যবস্থা
✍ প্রাকৃতিক বিপর্যয়: প্রাকৃতিক বিপর্যয়কে পুরোপুরি রোধ করা প্রায় অসম্ভব।
✍ মনুষ‍্যসৃষ্ট বিপর্যয়: মনুষ্যসৃষ্ট বিপর্যয়কে সম্পূর্ণভাবে রোধ করা সম্ভব।

উদাহরণ
✍ প্রাকৃতিক বিপর্যয়: প্রাকৃতিক বিপর্যয়ের কয়েকটি উদাহরণ হল- বন্যা, খরা, ভূমিধ্বস, ভূমিকম্প, দাবানল, ঘূর্ণিঝড় প্রভৃতি।
✍ মনুষ‍্যসৃষ্ট বিপর্যয়: মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের কয়েকটি উদাহরণ হল- পারমানবিক বিস্ফোরণ, যুদ্ধ, দাঙ্গা প্রভৃতি।



Top Post Ad

Below Post Ad

Ads Area