Ads Area

Web Design Course Admission

ভাঁজযুক্ত অঞ্চলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও।

ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপঃ-

শিলায় ভাঁজের সৃষ্টি হলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে ভূমিরূপের পরিবর্তনও ঘটে থাকে।
🔶 শিলাস্তর ভাঁজপ্রাপ্ত হওয়ার পর প্রথম পর্যায়ে ঊর্ধ্বভঙ্গ শৈলশিরারূপে এবং অধোভঙ্গ উপত্যকারূপে অবস্থান করে।
🔶 প্রতিসম ভাঁজের দুটি বাহু দুদিকে সমান কোণে হেলে অবস্থান করায় এই ভাঁজের ঊর্ধ্বভঙ্গে সমনত শৈলশিরা ও অধোভঙ্গে সমনত উপত্যকার সৃষ্টি হয়।
কিন্তু, অপ্রতিসম ভাঁজে শৈলশিরা ও উপত্যকার একদিক খাড়াভাবে এবং অপরদিক মৃদুভাবে হেলে থাকায় এইপ্রকার ভাঁজে ভৃগু গঠিত হয়।
🔶 অবনত ভাঁজের ঊর্ধ্বভঙ্গে ক্রমশ ঢালু শৈলশিরা বা স্পার এবং অধোভঙ্গে ক্রমান্বয়ে বিস্তৃত ও উন্মুক্ত উপত্যকা সৃষ্টি হয়।
🔶 ক্ষয়চক্রের অগ্রগতির সঙ্গে সঙ্গে পরবর্তী নদী ও লম্ব অনুগামী উপনদীর দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে ঊর্ধ্বভঙ্গে গঠিত শৈলশিরা অংশটি উপত্যকায় পরিণত হয় এবং সেই তুলনায় কম ক্ষয় হওয়ায় অধোভঙ্গে গঠিত উপত্যকাটি তখন উচ্চভূমিতে পরিণত হয়। অর্থাৎ, ঊর্ধ্বভঙ্গে উপত্যকা ও অধোভঙ্গে শৈলশিরা অবস্থান করে। ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে বিপরীত সম্পর্কের জন্য একে বৈপরীত্য ভূমিরূপ বলে।
🔶 এছাড়া, উর্ধ্বভঙ্গের শীর্ষভাগে পরবর্তী নদীর নিম্নক্ষয়ের ফলে নদী উপত্যকার দুপাশে সমনত শৈলশিরা ও সমনত উপত্যকা গঠিত হয়।


Top Post Ad

Below Post Ad

Ads Area