Ads Area

Web Design Course Admission

এইরির সমস্থিতি মতবাদটি ব‍্যাখ‍্যা কর।

এইরির সমস্থিতি মতবাদ


1855 খ্রিষ্টাব্দে স‍্যার জর্জ বিডেল এইরি তাঁর সমস্থিতি মতবাদটি প্রকাশ করেন। তাঁর এই তত্ত্বটি পদার্থের ভাসমানতা ধর্মের উপর প্রতিষ্ঠিত।

তত্ত্বের মূল কথা

তাঁর ধারণা অনুযায়ী হালকা শিলায় গঠিত ভূ-ত্বকীয় খণ্ডগুলি অপেক্ষাকৃত অধিক ঘনত্বযুক্ত তরল শিলার ওপর ভেসে আছে। ভাসমানতার তত্ত্ব অনুযায়ী হিমশৈলের ১/৯ অংশ যেমন জলতলের উপরে ভেসে থাকে এবং ৮/৯ অংশ জলের নিচে ডুবে থাকে তেমনভাবে ভূ-ত্বকীয় খণ্ডগুলি আনুপাতিক হারে তাদের উচ্চতা ও গভীরতা অনুযায়ী অবস্থান করছে। অর্থাৎ, ভূ-ত্বকীয় খন্ডগুলি সমুদ্রপৃষ্ঠের যত উপরে অবস্থান করবে তাকে ১/৯ অংশের হিসেবে ধরলে তার ৮/৯ অংশ ভূখণ্ড গভীরে ডুবে থাকবে। এইরি অধিক ঘনত্বযুক্ত সিমাস্তরে নিমজ্জিত মহাদেশীয় ভূখণ্ডগুলিকে শিকড় বা Root নামে অভিহিত করেছেন। মহাদেশীয় ভূখণ্ডের উচ্চতা এদের শিকড়ের গভীরতার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এই মহাদেশীয় ভূখণ্ডের শিকড়ের গভীরতা বেশি হলে ভূমিভাগের উচ্চতাও অধিক হয় এবং শিকড়ের গভীরতা কম হলে ভূমিভাগের উচ্চতাও কম হয়। অর্থাৎ, এইরির মতে প্রতিবিধান তল বিভিন্ন গভীরতায় অবস্থান করে।




তত্ত্বের সমর্থনে পরীক্ষা

এই তত্ত্বের সমর্থনে এইরি একই ঘনত্বযুক্ত বিভিন্ন উচ্চতা বিশিষ্ট কতকগুলি কাঠের খন্ড একটি জলপূর্ণ পাত্রে ভাসিয়ে লক্ষ্য করেন কাঠের খন্ডগুলি জলের ওপরে স্বতন্ত্রভাবে বিভিন্ন উচ্চতায় ভাসছে এবং উচ্চতা অনুযায়ী আনুপাতিক হারে এদের নিমজ্জনের গভীরতা নির্ভর করছে। নিশ্চিন্ত হওয়ার জন্য তিনি বিভিন্ন উচ্চতা বিশিষ্ট কয়েকটি তামার খন্ড একটি পারদপূর্ণ পাত্রে ভাসিয়ে দেন এবং সেখানেও লক্ষ্য করেন অনুরূপভাবে তামার খণ্ডগুলিও কাঠের খণ্ডের মতোই বিভিন্ন উচ্চতা বজায় রেখে পারদের ওপর ভাসছে।

সমালোচনা

এইরির সমস্থিতি মতবাদটি ভূবিজ্ঞানীদের দ্বারা সমর্থনযোগ্য হলেও বিভিন্ন ক্ষেত্রে সমালোচিত হয়েছে। এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার হওয়ার কারণে ভূত্বকের নিচে শিকড় হিসাবে নিমজ্জিত হওয়ার কথা প্রায় ৭১ কিমি। কিন্তু আমরা জানি, পৃথিবীর অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় এবং ৭১ কিমি গভীরে যে উষ্ণতা বৃদ্ধি পাবে তাতে হিমালয়ের শিকড় কঠিন অবস্থায় থাকতে পারে না। কিন্তু ভূত্বকের গভীরে উচ্চ তাপমাত্রার জন্য শিকড় যে গলে যায়, তার কোন ব্যাখ্যা নেই এইরির তত্ত্বে।






Top Post Ad

Below Post Ad

Ads Area