Ads Area

Web Design Course Admission

অর্থনৈতিক ভূগোল। সাজেশানভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্নপত্র
. তামিলনাড়ু রাজ‍্যে জোয়ার কি নামে পরিচিত?
২. স্বাদে ও গন্ধে সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানের কফি হল- আরবীয় কফি/ রোবাস্টা কফি/ লাইবেরিয় কফি/ জামাইকা কফি
৩. ICAR এর সম্পূর্ণ নাম হল ______________________________________________
৪. চিনের ধানের আধার বলা হয় কোন প্রদেশকে?
৫. প্রথমবার ফসল কাটার পর আখের গোড়া থেকে যে চারা জন্মায়, তাকে কি বলে?
৬. Coconut Triangle দেখতে পাওয়া যায় কোন দেশে?
৭. আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত?
৮. National Dairy Development Board গঠিত হয় কত সালে?
৯. স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়ায় কি নামে পরিচিত?
১০. 'শ্বেতবিপ্লবের জনক' কাকে বলা হয়?
১১. শিল্প স্থাপনের 'ন‍্যূনতম ব‍্যয় তত্ত্ব'টির প্রবক্তা কে?
১২. একটি পুনরাবর্তনীয় কাঁচামাল নির্ভর শিল্প হল- কাগজ শিল্প/ চিনি শিল্প/ চা শিল্প/ পাট শিল্প।
১৩. জাপানের ম‍্যাঞ্চেস্টার বলা হয় _____________ কে।
১৪. ওজন হ্রাসশীল কাঁচামাল নির্ভর শিল্পগুলি কোথায় গড়ে ওঠা সুবিধাজনক?
১৫. শস‍্য প্রগাঢ়তা সর্বাধিক হয়- ব‍্যাপক কৃষিতে/ বাগিচা কৃষিতে/ মিশ্র কৃষিতে/ নিবিড় কৃষিতে।
১৬. 'শস‍্য সমন্বয়' ধারনাটির অবতারণা করেন কে?
১৭. আন্তঃকৃষি বা ইন্টারকালচার কি?
১৮. ধূসর বিপ্লব কোন্ উৎপাদনের সাথে সম্পর্কিত? ডিম উৎপাদন/ কফি উৎপাদন/ সার উৎপাদন/ পাট উৎপাদন
১৯. ভারতের সর্বাধিক কফি উৎপাদিত হয় কর্নাটকের __________________ জেলায়।
২০. পাট চাষের জন‍্য বার্ষিক কি ধরনের বৃষ্টিপাতের প্রয়োজন? বার্ষিক 50-100 সেমি/ বার্ষিক 150-200 সেমি/ বার্ষিক 250 সেমির অধিক/ বার্ষিক 75-110 সেমি।
২১. এক দেশ থেকে পণ‍্য আমদানি করে অন‍্য দেশে ওই পণ‍্য রপ্তানি করাকে কি বলে?
২২. WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
২৩. টেলিগ্রাফ যন্ত্রের সাহায‍্যে যে বার্তা পাঠানো হয়, তাকে বলা হয় _______________________।
২৪. উত্তর-পূর্ব ভারতের একটি পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র হল _________________________।
২৫. কর্ণাটকের ভদ্রাবতীতে 'বিশ্বেশরা আয়রন এন্ড স্টিল লিমিটেড' ইস্পাত কারখানায় লৌহ আকরিকের যোগান পাওয়া যায় কোথা থেকে?
২৬. চীনের ইস্পাত নগরী কাকে বলা হয়?
২৭. একটি 'Foot Loose Industry' বা শেকড় আলগা শিল্পের উদাহরণ হল _______________________।
২৮. ভারতে প্রথম যন্ত্রচালিত বস্ত্রবয়ন কেন্দ্র স্থাপিত হয় কোথায়?
২৯. ATM এর সম্পূর্ণ রূপ কি?
৩০. শিল্প স্থাপনের ক্ষেত্রে চাহিদা শঙ্কুর ধারণাটি কে দিয়েছেন?
৩১. নিউজপ্রিন্ট বা সংবাদপত্র ছাপার কাগজ উৎপাদনে বিশ্বে কোন্ দেশ প্রথম স্থান অধিকার করে?
৩২. ভারতের ডেট্রয়েট নামে অভিহিত করা হয় - জামসেদপুর/ মুম্বাই/ চেন্নাই/ লুধিয়ানা কে।
৩৩. ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে?
৩৪. NHAI এর সম্পূর্ণ নাম কি?
৩৫. সমান পরিবহন ব‍্যয়যুক্ত স্থানগুলিকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায়, তাকে কি বলে?
৩৬. রবার গাছের রস থেকে প্রস্তুত করা রবারের দলাকে কি বলে?
৩৭. উৎপাদিত পণ‍্যের একক পিছু গড় মজুরিকে কি বলে?
৩৮. ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত?
৩৯. ভারতে টাকার নোট ছাপার কাগজ তৈরি হয়- পশ্চিমবঙ্গের ত্রিবেণিতে/ কেরালার নিউজপ্রিন্ট নগরে/ মধ‍্যপ্রদেশের হোসাঙ্গাবাদে/ তামিলনাড়ুর কারুরে।
৪০. স্থানান্তর কৃষি থাইল‍্যান্ডে কি নামে পরিচিত?
মিলপা/ তামরাই/ পোনম/ কেইনজিন।

উত্তরপত্র
১. চোলাম ২. আরবীয় কফি ৩. Indian Council of Agricultural Research ৪. হুনান প্রদেশকে ৫. রেটুন ৬. শ্রীলঙ্কায় ৭. ফিলিপিন্সের রাজধানী ম‍্যানিলায় ৮. 1965 সালে ৯. হুমা ১০. ভার্গিস কুরিয়েন কে ১১. আলফ্রেড ওয়েবার ১২. কাগজ শিল্প ১৩. ওসাকা ১৪. কাঁচামালের উৎস অঞ্চলে ১৫. নিবিড় কৃষিতে ১৬.  ১৭. একই জমিতে একসঙ্গে একাধিক ফসলের চাষ করাকে আন্তঃকৃষি বলে। ১৮. সার উৎপাদন ১৯. কোদাগু ২০. বার্ষিক 150-200 সেমি ২১. পুনঃরপ্তানি বাণিজ্য ২২. সুইজারল্যান্ডের জেনিভা'তে ২৩.  ২৪. আসামের বঙ্গাইগাঁও ২৫. কর্ণাটকের বাবাবুদান পাহাড় থেকে ২৬. আনশান কে ২৭. কার্পাস বস্ত্রবয়ন শিল্প ২৮. হাওড়ার ঘুষুড়ি'তে ২৯. Automated Tellor Machine ৩০. অগাস্ট ল‍‍্যশ্  ৩১. কানাডা ৩২. চেন্নাই'কে ৩৩. ১৯১১ সালে ৩৪. National Highway Authority of India ৩৫. আইসোটিম বা সমপরিবহনব‍্যয়রেখা ৩৬. বোলাচা  ৩৭. মজুরিসূচক ৩৮. উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে ৩৯. মধ‍্যপ্রদেশের হোসাঙ্গাবাদে ৪০. তামরাই





Top Post Ad

Below Post Ad

Ads Area