হ্যামলেট
গ্রামের প্রধান অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন এক একটি ক্ষুদ্রাকৃতির বসতিকে এককথায় হ্যামলেট বলে। প্রকৃতপক্ষে হ্যামলেট হল এক একটি পাড়া বা উপগ্রাম, এগুলিকে ক্ষুদ্র গ্রামও বলা চলে।
বৈশিষ্ট্যঃ
হ্যামলেটের বৈশিষ্ট্যগুলি হল---
১. হ্যামলেটগুলি মূল গ্রাম থেকে অনেকটা দূরে বিচ্ছিন্নভাবে অবস্থান করে।
২. এগুলি আয়তনে অনেক ছোটো হয়।
৩. এই ধরনের বসতিগুলিতে সাধারণত তথাকথিত কয়েকটি নিম্নবর্ণের জাতির মানুষেরা বসবাস করে।
৪. এই ধরনের বসতিগুলির নামের পূর্বে বা নামের পরে কিছু বিশেষ শব্দ যুক্ত থাকে এবং স্থান বিশেষে তা আলাদা আলাদা হয়।
উদা: ভারতের প্রায় প্রতিটি রাজ্যে এইপ্রকার হ্যামলেট-এর অসংখ্য উদাহরণ দেখতে পাওয়া যায়।
এগুলির মধ্যে কয়েকটি নাম উল্লেখ করা যেতে পারে- অন্ধ্রপ্রদেশের অ্যারাকুভ্যালির কাছে কোট্টাভালাসা, পাপুড়াভালাসা
পশ্চিমবঙ্গের আহিরিটোলা, পানিঝোরা প্রভৃতি।