পরিকল্পনা অঞ্চল
কোনো একটি নির্দিষ্ট অঞ্চলকে চিহ্নিতকরণের মাধ্যমে ওই সুনির্দিষ্ট অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য যখন কতকগুলি উন্নয়নমুখী কর্মপদ্ধতি গ্রহণ করা হয়, তখন ওই অঞ্চলটিকে পরিকল্পনা অঞ্চল বলা হয়।
যেমন- দুর্গাপুর-আসানসোল একটি পরিকল্পনা অঞ্চল।
পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্যঃ
পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ:-
🔶 পরিকল্পনা অঞ্চল আকৃতিগতভাবে সুসংহত হবে।
🔶 কোনো পরিকল্পনা অঞ্চল আয়তনে খুব বড় বা খুব ছোট হয় না।
🔶 পরিকল্পনা অঞ্চলের সীমানা প্রয়োজন অনুযায়ী পরিবর্তনশীল হবে।
🔶 অঞ্চলটির নিজস্ব বৈশিষ্ট্য এবং পারস্পরিক আকর্ষণ থাকবে।
🔶 পরিকল্পনা অঞ্চলটিকে প্রশাসনিক পরিষেবা দেওয়ার উপযুক্ত হবে।
🔶 অঞ্চলটির মধ্যে ক্রিয়ামূলক ঐক্যবদ্ধতা থাকবে।
🔶 পরিকল্পনা অঞ্চলের সমস্যা ঐ অঞ্চলের মধ্যে সর্বত্র প্রায় সমধর্মী হবে।