সংজ্ঞা আকারে বলা যায়-- এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত যে উপাদান দ্বারা পৃথিবীপৃষ্ঠের উপরিভাগের কঠিন ভূত্বক গঠিত হয় সেগুলিকে শিলা বলা হয়।
◆ শিলা গঠিত হয় বিভিন্ন প্রকার খনিজের সমন্বয়ে।
◆ খনিজ পদার্থ ছাড়াও শিলার মধ্যে বিভিন্ন জৈব পদার্থ এবং রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে।
◆ একটি মাত্র খনিজ বা একাধিক খনিজ পদার্থ দ্বারা শিলা গঠিত হয়।
◆ পৃথিবীপৃষ্ঠের কঠিন অংশ ভূ-ত্বক গঠিত হয় বিভিন্ন প্রকার শিলা দ্বারা।
◆ শিলার প্রবেশ্যতা ও সচ্ছিদ্রতার উপর জলধারণ ক্ষমতা নির্ভর করে। প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কমে এবং সচ্ছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বাড়ে।
শিলা গঠনকারী প্রধান খনিজসমূহ ঃ শিলা গঠনে বিভিন্ন প্রকার খনিজের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।
তবে অধিকাংশ শিলা গঠনের ক্ষেত্রে কয়েকটি খনিজের ভূমিকা অগ্রগন্য।
শিলা গঠনকারী প্রধান প্রধান খনিজ পদার্থগুলি হল-- কোয়ার্টজ, ফেল্ডসপার, পাইরক্সিন, অ্যাম্ফিবোল, মাইকা, অলিভিন। এছাড়া রয়েছে ক্যালসাইট, ডলোমাইট, জিপসাম, গার্নেট প্রভৃতি।
শিলার শ্রেণিবিভাগ ঃ উৎপত্তি আর বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শিলাকে তিনটি ভাগে ভাগ করা যায়।
১। আগ্নেয় শিলা
২। পাললিক শিলা
৩। রুপান্তরিত শিলা