Ads Area

Web Design Course Admission

ভূমিরুপ গঠনে শিলার প্রভাব ও শিলা থেকে মাটির সৃষ্টি

ভূমিরুপ গঠনে শিলার প্রভাব ঃ

কোনো অঞ্চলের ভূমিরুপ গঠনে শিলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।শিলার গঠন, কাঠিণ‍্যতা, সচ্ছিদ্রতা, ফাটল, স্তরবিন‍্যাস প্রভৃতি বিষয়গুলি ভূমিরুপ গঠনের ক্ষেত্রে বিশেষ প্রভাব রাখে।
ব‍্যাসল্ট জাতীয় ক্ষারকীয় আগ্নেয় শিলায় সিঁড়ির ন‍্যায় ধাপযুক্ত ভূমিরুপ ও চ‍্যাপ্টা টেবিল আকৃতির ভূমিরুপের সৃষ্টি হয়। গ্রানাইট শিলায় গঠিত ভূমিরুপ আর্দ্র অঞ্চলে গোলাকৃতির হয়।
বেলেপাথর ও কোয়ার্টজাইট শিলা দ্বারা গঠিত অঞ্চলে ভূমিরুপ খাড়া ঢালবিশিষ্ট হয়। চুনাপাথর ও ডলোমাইট সমৃদ্ধ আর্দ্র অঞ্চলে বহু ফাটল ও গর্তের সৃষ্টি হয় এছাড়া বড় গুহাও সৃষ্টি হয়।

শিলা থেকে মাটির সৃষ্টি ঃ 
আবহবিকার ও বিভিন্ন প্রাকৃতিক শক্তি (যেমন: নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, বৃষ্টিপাত, সমুদ্রতরঙ্গ) দ্বারা শিলা ও শিলা গঠনকারী খনিজসমূহ দীর্ঘসময় ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে মূলশিলার ওপর পড়ে থাকে।এই শিলাচূর্ণ ই রেগোলিথ নামে পরিচিত। এই রেগোলিথ হল মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়। পরবর্তীকালে এই শিলাচূর্ণের সাথে জল, বায়ু ও জৈবপদার্থ মিশে গিয়ে দীর্ঘকালীন প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয়।

Top Post Ad

Below Post Ad

Ads Area