ভূমিরুপ গঠনে শিলার প্রভাব ঃ
কোনো অঞ্চলের ভূমিরুপ গঠনে শিলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।শিলার গঠন, কাঠিণ্যতা, সচ্ছিদ্রতা, ফাটল, স্তরবিন্যাস প্রভৃতি বিষয়গুলি ভূমিরুপ গঠনের ক্ষেত্রে বিশেষ প্রভাব রাখে।ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় আগ্নেয় শিলায় সিঁড়ির ন্যায় ধাপযুক্ত ভূমিরুপ ও চ্যাপ্টা টেবিল আকৃতির ভূমিরুপের সৃষ্টি হয়। গ্রানাইট শিলায় গঠিত ভূমিরুপ আর্দ্র অঞ্চলে গোলাকৃতির হয়।
বেলেপাথর ও কোয়ার্টজাইট শিলা দ্বারা গঠিত অঞ্চলে ভূমিরুপ খাড়া ঢালবিশিষ্ট হয়। চুনাপাথর ও ডলোমাইট সমৃদ্ধ আর্দ্র অঞ্চলে বহু ফাটল ও গর্তের সৃষ্টি হয় এছাড়া বড় গুহাও সৃষ্টি হয়।
শিলা থেকে মাটির সৃষ্টি ঃ
আবহবিকার ও বিভিন্ন প্রাকৃতিক শক্তি (যেমন: নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, বৃষ্টিপাত, সমুদ্রতরঙ্গ) দ্বারা শিলা ও শিলা গঠনকারী খনিজসমূহ দীর্ঘসময় ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে মূলশিলার ওপর পড়ে থাকে।এই শিলাচূর্ণ ই রেগোলিথ নামে পরিচিত। এই রেগোলিথ হল মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়। পরবর্তীকালে এই শিলাচূর্ণের সাথে জল, বায়ু ও জৈবপদার্থ মিশে গিয়ে দীর্ঘকালীন প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয়।