Ads Area

Web Design Course Admission

পেডোক‍্যাল মৃত্তিকা ও পেডালফার মৃত্তিকার পার্থক‍্য

পেডোক‍্যাল মৃত্তিকা ও পেডালফার মৃত্তিকার পার্থক‍্যঃ-


👉  আঞ্চলিকতা

◆ পেডোক‍্যাল:
পেডোক্যাল শুষ্ক অঞ্চলের মৃত্তিকা।
পেডালফার:
পেডালফার আর্দ্র অঞ্চলের মৃত্তিকা।

👉  আক্ষরিক অর্থ

◆ পেডোক‍্যাল:
Pedocal শব্দটি এসেছে Ped ও Cal থেকে। এই Ped এর অর্থ মৃত্তিকা এবং Cal এর অর্থ ক্যালসিয়াম কার্বনেট।
◆ পেডালফার:
Pedalfer শব্দটি এসেছে Ped, Al ও Fer থেকে। এই Ped এর অর্থ মৃত্তিকা, Al এর অর্থ অ্যালুমিনিয়াম এবং Fer এর অর্থ লৌহ অক্সাইড।

👉  সৃষ্টির প্রক্রিয়া

◆ পেডোক‍্যাল:
বাষ্পীভবন অধিক হয় বলে এই মৃত্তিকা কৈশিক প্রক্রিয়ায় সৃষ্ট।
◆ পেডালফার:
অধিক বৃষ্টিপাতের জন্য এই মৃত্তিকা অনুস্রাবনের ফলে সৃষ্ট।

👉  উপাদানের প্রাধান‍্য

◆ পেডোক‍্যাল:
এই মৃত্তিকায় ক্যালসিয়াম কার্বনেট এর পরিমাণ বেশি থাকে।
◆ পেডালফার:
এই মৃত্তিকায় অ্যালুমিনিয়াম ও লৌহের পরিমাণ বেশি থাকে।

👉  রাসায়নিক ধর্ম

◆ পেডোক‍্যাল:
পেডোক্যাল মৃত্তিকা ক্ষারকীয় প্রকৃতির।
PH -এর মান 7 এর বেশি হয়।
◆ পেডালফার:
পেডালফার মৃত্তিকা আম্লিক প্রকৃতির।
PH -এর মান 7 এর কম হয়।

👉  বর্ণ

◆ পেডোক‍্যাল:
লবণ, চুন ও জৈব পদার্থ বেশি থাকায় পেডোক‍্যাল মৃত্তিকা কালচে ও ধূসর বর্ণের হয়।
◆ পেডালফার:
লোহার অক্সাইড বেশি থাকায় পেডালফার মৃত্তিকা লালচে বর্ণের হয়।

👉  উদাহরণ

◆ পেডোক‍্যাল:
চারনোজেম, সিরোজেম, চেস্টনাট, বাদামি মৃত্তিকা প্রভৃতি এই শ্রেণীভূক্ত মৃত্তিকার উদাহরণ।
◆ পেডালফার:
ল্যাটেরাইট, পডজল, লোহিত, তুন্দ্রা মৃত্তিকা প্রভৃতি এই শ্রেণীভূক্ত মৃত্তিকার উদাহরণ।

Top Post Ad

Below Post Ad

Ads Area