সংজ্ঞাঃ-
আর্দ্র জলবায়ু অঞ্চলে যে জলনির্গম প্রণালীতে উপনদী গুলি বিভিন্ন দিক থেকে এসে প্রধান নদীর সাথে মিলিত হয়ে গাছের শাখাপ্রশাখার ন্যায় যে নদী বিন্যাস সৃষ্টি করে, তাকে বৃক্ষরুপি জলনির্গম প্রণালী বলে।
সমসত্ব শিলা গঠিত অঞ্চলে এ ধরনের নদী নকশা দেখা যায়।
আক্ষরিক অর্থঃ-
ইংরেজি Dendritic শব্দটি এসেছে গ্রিক শব্দ 'Dendron' থেকে, যার অর্থ হল 'বৃক্ষ'।
উদাহরণঃ-
ভারতে গোদাবরী নদীর সঙ্গে মঞ্জিরা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী প্রভৃতি উপনদীগুলি মিলিত হয়ে একটি বৃক্ষরুপি জলনির্গম প্রণালী সৃষ্টি করেছে।
বৈশিষ্ট্যঃ-
◆ মৃদু ঢালযুক্ত সমতল ভূপৃষ্ঠে বা অনুভূমিক একনত গঠনের সমধর্মী পাললিক শিলার ওপর নদীগুলি ডালপালার ন্যায় বিস্তৃত হয়।
◆ উপনদীগুলি এলোমেলোভাবে বিভিন্ন দিক থেকে এসে প্রধান নদী বা অনুগামী নদীর সঙ্গে সাধারণত সূক্ষ্মকোণে মিলিত হয়।
◆ মূলত: সমধর্মী ক্ষয়প্রতিরোধকারী শিলা দ্বারা গঠিত অঞ্চলে এই প্রকার জলনির্গম প্রণালী গড়ে ওঠে।
বৃক্ষরূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকঃ-
বৃক্ষরুপি নদী নকশা গঠনের প্রধান নিয়ন্ত্রক গুলি হল নিম্নরূপ:
◆ মৃদু ঢালযুক্ত সমতল ভূপৃষ্ঠ
◆ অনুভূমিক বা প্রায় অনুভূমিক একনত গঠনের সমধর্মী পাললিক শিলা
◆ শিলার একই রকম কাঠিন্যতা ও ক্ষয়প্রতিরোধ ক্ষমতা প্রভৃতি।