যে ভূ-গঠন প্রভাবিত নদী ব্যবস্থায় বিভিন্ন নদী একে অন্যের সঙ্গে সমকোণ বা প্রায় সমকোণে মিলিত হয়ে একটি ঝিল্লি যুক্ত জালিকার মত নদী নকশা গঠন করে, তাকে জাফরিরূপী নদী নকশা বা জাফরিরূপী জলনির্গম প্রণালী বলে।
সমনত বা একনত ভূগঠন অঞ্চলে জাফরিরূপী নদী নকশা গড়ে ওঠে।
উদাহরণ:- আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপেলেশিয়ান ভঙ্গিল পার্বত্য অঞ্চলে জাফরিরূপী জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়।
ভারতে আরাবল্লি পার্বত্য অঞ্চলের পশ্চিম ঢালে এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এই প্রকার নদী নকশা দেখতে পাওয়া যায়।
জাফরিরূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকঃ-
এই ধরনের নদী নকশা গঠনের প্রধান নিয়ন্ত্রক গুলি হল নিম্নরূপ:
◆ একে অপরের সমান্তরালে পরপর কঠিন ও কোমল শিলায় সজ্জিত ভূভাগের অবস্থান।
◆ ফালির ন্যায় পরপর কঠিন ও কোমল শিলা দিয়ে সৃষ্ট সমান্তরাল চ্যুতিরেখার অবস্থান।
◆ সমান্তরালভাবে এবং পরস্পর লম্বভাবে ছেদকারী দারণ বা ফাটল ও সন্ধিস্থলের অবস্থান।
◆ ভাঁজযুক্ত ভূ-গাঠনিক অঞ্চলে শিলার বিভিন্ন মাত্রায় ক্ষয় এবং অধোভঙ্গের উপস্থিতি।
জাফরিরূপী নদী নকশার বৈশিষ্ট্যঃ-
◆ জাফরিরূপী নদী নকশা প্রধানত একনত ভূ-গাঠনিক অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন কে অনুসরণ করে গড়ে ওঠে।
◆ ভৃগু ও উপত্যকা ভূমিরূপের ওপর এই প্রকার নদী নকশার উদ্ভব হয়।
◆ জাফরিরূপী নদী নকশা প্রধানত গঠিত হয় অনুগামী নদী, গৌন অনুগামী নদী, আয়াম নদী ও বি-নতি বা বিপরা নদী- এই চার ধরনের নদীর সমন্বয়ে।
◆ জাফরিরূপী নদী নকশায় প্রধান নদী বা অনুগামী নদী ও উপনদীগুলি পরস্পর সমকোণ বা প্রায় সমকোণে মিলিত হয়।
◆ নদী নকশার আকৃতি খড়খড়ি বা ঝিল্লি যুক্ত জালিকার মত।
◆ শিলাস্তরের নতি ও আয়াম উপনদী গুলির গতিপথ নির্ণয় করে।
চিত্রঃ-