Ads Area

Web Design Course Admission

পেডোক‍্যাল মৃত্তিকা ও পেডালফার মৃত্তিকা

পেডোক‍্যাল মৃত্তিকাঃ- 
শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাত অপেক্ষা অধিক বাষ্পীভবনের কারণে কৈশিক প্রক্রিয়ায় মাটির নিচের স্তরের ক্যালশিয়াম কার্বনেট ও লবণ উঠে এসে ওপরের স্তরে সঞ্চিত হয়ে যে ক্ষারধর্মী মৃত্তিকার সৃষ্টি হয়, তাকে পেডোক্যাল মৃত্তিকা বলে।

আক্ষরিক অর্থ:
Pedocal শব্দটি এসেছে Ped ও Cal থেকে। এই Ped এর অর্থ মৃত্তিকা এবং Cal এর অর্থ ক‍্যালশিয়াম কার্বোনেট।
অর্থাৎ, Pedocal কথার আক্ষরিক অর্থ হল- ক‍্যালশিয়াম কার্বোনেট সমৃদ্ধ মৃত্তিকা।

উদা: চারনোজেম, সিরোজেম, চেষ্টনাট, বাদামি মৃত্তিকা প্রভৃতি পেডোক‍্যাল গোত্রীয়।


পেডালফার মৃত্তিকাঃ-
আর্দ্র অঞ্চলে অধিক বৃষ্টিপাতের কারণে ধৌত প্রক্রিয়ায় ক্যালশিয়াম খনিজ জলে দ্রবীভূত হয়ে উপরিস্তর থেকে অপসারিত হলে মাটির ওপরের স্তরে অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইড পড়ে থেকে যে অম্লধর্মী মৃত্তিকার সৃষ্টি হয়, তাকে পেডালফার মৃত্তিকা বলে।

আক্ষরিক অর্থ:
Pedalfer শব্দটি এসেছে Ped, Al, Fer থেকে। Ped এর অর্থ মৃত্তিকা, Al এর অর্থ অ‍্যালুমিনিয়াম ও Fer এর অর্থ লৌহ অক্সাইড।
অর্থাৎ, Pedalfer কথাটির আক্ষরিক অর্থ হল- অ‍্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইড সমৃদ্ধ মৃত্তিকা।

উদা: ল‍্যাটেরাইট, পডজল, লোহিত মৃত্তিকা প্রভৃতি পেডালফার গোত্রীয়।

Top Post Ad

Below Post Ad

Ads Area