মৃত্তিকা স্তর ও মৃত্তিকা পরিলেখের পার্থক্যঃ-
মৃত্তিকা স্তর ও মৃত্তিকা পরিলেখের মধ্যে যেসব পার্থক্য দেখা যায়, সেগুলি নিম্নরুপ-
✍ সংজ্ঞা
◆ মৃত্তিকা স্তর:
মাটি গঠন প্রক্রিয়াসমূহের প্রভাবে সৃষ্ট এবং অনুভূমিকভাবে বিস্তৃত স্বল্প বেধসম্পন্ন এক একটি পাতলা, সুস্পষ্ট এবং বিভাজিত অংশকে মৃত্তিকার স্তর বলে।
◆ মৃত্তিকা পরিলেখ:
উপরি পৃষ্ঠ থেকে মাটির গভীরে আদিশিলা পর্যন্ত পরপর মাটির সুবিন্যস্ত স্তরসমূহের উল্লম্ব প্রস্তচ্ছেদ কে মৃত্তিকা পরিলেখ বলে।
✍ বিস্তার
◆ মৃত্তিকা স্তর:
মৃত্তিকার স্তর মাটির দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা সমন্বিত আয়তন নির্দেশ করে।
◆ মৃত্তিকা পরিলেখ:
মৃত্তিকা পরিলেখ মাটির সব স্তরের গভীরতার রৈখিক অবস্থা নির্দেশ করে।
✍ স্তরের উপস্থিতি
◆ মৃত্তিকা স্তর:
পরিণত মাটিতে মাটির বিভিন্ন স্তরকে পৃথক ও স্পষ্টভাবে চিহ্নিত করা যায়।
◆ মৃত্তিকা পরিলেখ:
মৃত্তিকা পরিলেখ সুস্পষ্ট হলে সবগুলি স্তরকে একসঙ্গে পাওয়া যায়।
✍ মাত্রা
◆ মৃত্তিকা স্তর:
মৃত্তিকার স্তর হল মাটির ত্রিমাত্রিক স্থানগত অবস্থা।
◆ মৃত্তিকা পরিলেখ:
মৃত্তিকা পরিলেখ হল মাটির একমাত্রিক স্থানগত অবস্থা।
✍ গঠন
◆ মৃত্তিকা স্তর:
মাটির স্তর গঠিত হয় মৌলিক প্রক্রিয়াগুলির ক্রিয়াশীলতা ও সময়ের ওপর।
◆ মৃত্তিকা পরিলেখ:
মাটির পরিলেখ নির্ভর করে মাটির স্তর গঠন এবং স্তরের স্থায়িত্বের ওপর।
✍ স্তরের বৈশিষ্ট্য
◆ মৃত্তিকা স্তর:
মাটির প্রত্যেকটি স্তরের আলাদা আলাদা বৈশিষ্ট্য বা ধর্ম লক্ষ্য করা যায়।
◆ মৃত্তিকা পরিলেখ:
পরিলেখ থেকে প্রস্থচ্ছেদ বরাবর মাটির সব স্তরের কিছু কিছু বৈশিষ্ট্য বা ধর্ম জানা যায়।
✍ গভীরতা
◆ মৃত্তিকা স্তর:
কেবলমাত্র একটি স্তরের গভীরতা কে নির্দেশ করে।
◆ মৃত্তিকা পরিলেখ:
ইহা মাটির সব স্তরের গভীরতা কে নির্দেশ করে।