জনঘনত্ব ও মানুষ-জমি অনুপাতের পার্থক্যঃ
জনঘনত্ব ও মানুষ-জমি অনুপাতের মধ্যে যে সব পার্থক্য পরিলক্ষিত হয়, সেগুলি নিম্নরুপ---
✍ সংজ্ঞা
◆ জনঘনত্ব:
মোট জনসংখ্যা ও মোট জমির অনুপাতকে জনঘনত্ব বলা হয়।
◆ মানুষ-জমি অনুপাত:
মোট জনসংখ্যা ও মোট কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলা হয়।
✍ প্রকৃতি
◆ জনঘনত্ব:
জনঘনত্ব একটি পরিমাণগত সম্পর্ক।
◆ মানুষ-জমি অনুপাত:
মানুষ জমি অনুপাত একটি গুণগত সম্পর্ক।
✍ কাম্য জনসংখ্যা
◆ জনঘনত্ব:
জনঘনত্বের সাহায্যে কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না।
◆ মানুষ-জমি অনুপাত:
মানুষ জমি অনুপাতের সাহায্যে কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
✍ জীবনযাত্রার মানের ধারণা
◆ জনঘনত্ব:
মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না।
◆ মানুষ-জমি অনুপাত:
মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা পাওয়া যায়।
✍ পরিমাপের উপাদান
◆ জনঘনত্ব:
জনঘনত্ব নির্ণয়ে কেবলমাত্র মোট জমির পরিমাণকে বিবেচনা করা হয়।
◆ মানুষ-জমি অনুপাত:
মানুষ-জমি অনুপাতের ক্ষেত্রে কেবলমাত্র কার্যকর জমির পরিমাণকে বিবেচনা করা হয়।
✍ জনবন্টনের প্রকৃতি
◆ জনঘনত্ব:
জনঘনত্ব থেকে মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা করা না গেলেও জনবন্টনের প্রকৃতি সম্পর্কে ধারণা করা যায়।
◆ মানুষ-জমি অনুপাত:
মানুষ-জমি অনুপাত থেকে জনসংখ্যার কেন্দ্রীভবন ও বিকেন্দ্রীভবন সম্পর্কে ধারণা করা যায়।
✍ নির্ণয়ের কঠিনতা
◆ জনঘনত্ব:
জনঘনত্ব নির্ণয় করা তুলনামূলক সহজ।
◆ মানুষ-জমি অনুপাত:
মানুষ-জমি অনুপাত নির্ণয় করা তুলনামূলক কষ্টসাধ্য।