আয়তাকার নদী নকশাঃ
যে ভূ-গঠন প্রভাবিত নদী ব্যবস্থায় মূল নদী ও তার উপনদীগুলি পরস্পরের সঙ্গে সমকোণ বা প্রায় সমকোণে মিলিত হয়ে আয়তাকার বিন্যাস গঠন করে, তাকে আয়তাকার বা আয়তক্ষেত্ররূপি নদী নকশা বলে।চিত্র:
উদা:
আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে গঠিত নদী নকশা।
আয়তাকার নদী নকশা গঠনের নিয়ন্ত্রকঃ
শিলার ধারণ ও ফাটলের সমকোণী বিন্যাসই হলো আয়তাকার নদী নকশা প্রধান ও একমাত্র নিয়ন্ত্রক।
আয়তাকার নদী নকশার বৈশিষ্ট্যঃ
◆ আয়তাকার নদী নকশা একটি ভূ-গঠন দ্বারা নিয়ন্ত্রিত জলনির্গম প্রণালী।
◆ ফাটল বা দারণযুক্ত শিলাগঠিত অঞ্চলে এই প্রকার নদী নকশার উদ্ভব হয়।
◆ ফাটল বা দারণ গুলিকে অনুসরণ করে নদীগুলি প্রবাহিত হয়।
◆ এই প্রকার নদী ব্যবস্থায় উপনদীগুলি প্রধান নদীর সাথে সমকোণে বা প্রায় সমকোণে মিলিত হয়।
◆ এই জলনির্গম প্রণালীতে কোনো নতি-অনুগামী নদী নেই।
◆ একাধিক সমকোণে মিলিত ফাটলগুলোকে অনুসরণ করে প্রবাহিত হয় বলে মূল নদী বা প্রধান নদীতে একাধিক সমকোনী বাঁক লক্ষ্য করা যায়।