ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্যঃ-
✍অবস্থান
◆ ক্রান্তীয় ঘূর্ণবাত
এই ঘূর্ণবাত ক্রান্তীয় অঞ্চলে সাধারণত 5° থেকে 25° অক্ষাংশের মধ্যে সংঘটিত হয়।
◆ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত
এই ঘূর্ণবাত নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণত 35° থেকে 65° অক্ষাংশের মধ্যে সংঘটিত হয়।
✍উৎপত্তিস্থল
◆ ক্রান্তীয় ঘূর্ণবাত
এই প্রকার ঘূর্ণবাতের উৎপত্তি হয় সমুদ্রের ওপর।
◆ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত
এই প্রকার ঘূর্ণবাত অধিকাংশ ক্ষেত্রে স্থলভাগে,
এছাড়া সমুদ্রের ওপরও সৃষ্টি হয়।
✍ব্যাস
◆ ক্রান্তীয় ঘূর্ণবাত
ক্রান্তীয় ঘূর্ণবাতের ব্যাস 100 মিটার থেকে সর্বাধিক 700 কিমি পর্যন্ত হয়।
◆ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত
নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ব্যাস 200 কিমি থেকে সর্বাধিক 3000 কিমি পর্যন্ত হয়ে থাকে।
✍শক্তির উৎস
◆ ক্রান্তীয় ঘূর্ণবাত
এই প্রকার ঘূর্ণবাতে শক্তির উৎস হল- ঘনীভবন থেকে উৎপন্ন লীন তাপ।
◆ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত
এই প্রকার ঘূর্ণবাতে শক্তির উৎস হল- উষ্ণ বায়ুপুঞ্জ থেকে লব্ধ তাপ।
✍উৎপত্তির সময়
◆ ক্রান্তীয় ঘূর্ণবাত
ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় গ্রীষ্মকাল ও শরৎকালে।
◆ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত
নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি হয় মূলত শীতকালে।
✍সমচাপরেখার আকৃতি
◆ ক্রান্তীয় ঘূর্ণবাত
এই প্রকার ঘূর্ণবাতে সমচাপ রেখাগুলি সাধারণত বৃত্তাকার হয় এবং সমচাপ রেখাগুলি সমদূরত্বে অবস্থান করে।
◆ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত
এই প্রকার ঘূর্ণবাতে সমচাপ রেখাগুলি সাধারণত 'V' আকৃতির হয় এবং সমচাপ রেখাগুলি সমদূরত্বে অবস্থান করে না।
✍বায়ুর চাপঢাল
◆ ক্রান্তীয় ঘূর্ণবাত
ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুচাপের ঢাল অত্যন্ত খাড়া।
◆ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত
নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুচাপের ঢাল মৃদু।
✍ঘূর্ণবাতের চক্ষু
◆ ক্রান্তীয় ঘূর্ণবাত
এই প্রকার ঘূর্ণবাতের কেন্দ্রে ঘূর্ণবাতের একটি চক্ষু থাকে।
◆ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত
এই প্রকার ঘূর্ণবাতের কেন্দ্রে কোনো চক্ষু থাকে না।
✍বায়ুর গতিবেগ
◆ ক্রান্তীয় ঘূর্ণবাত
বাতাসের গতিবেগ ঘণ্টায় 40 কিমি থেকে 400 কিমি।
◆ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত
বাতাসের গড় গতিবেগ ঘন্টায় মাত্র 30 কিমি থেকে 35 কিমি।
✍স্থায়িত্ব
◆ ক্রান্তীয় ঘূর্ণবাত
ক্রান্তীয় ঘূর্ণবাত স্বল্পস্থায়ী।
◆ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত
নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী।
✍বিধ্বংসী ক্ষমতা
◆ ক্রান্তীয় ঘূর্ণবাত
এই প্রকার ঘূর্ণবাত সাধারণত বিধ্বংসী প্রকৃতির।
◆ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত
এই প্রকার ঘূর্ণবাত বিধ্বংসী প্রকৃতির নয়।
✍আবহাওয়ার প্রকৃতি
◆ ক্রান্তীয় ঘূর্ণবাত
বজ্রবিদ্যুৎ সহ আকাশ মেঘে ঢাকা থাকে। কয়েকঘণ্টা থেকে 1-2 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত হয়।
◆ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত
কয়েকদিন ধরে আকাশ মেঘে ঢাকা থাকে। অনেকদিন ধরে একটানা হালকা বৃষ্টি হয়। কোথাও কোথাও বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাত হয়ে থাকে।