Ads Area

Web Design Course Admission

ল‍্যাটেরাইজেশন ও পডসলাইজেশন এর মধ‍্যে পার্থক‍্যঃ

ল্যাটেরাইজেশন ও পডসলাইজেশনের মধ্যে পার্থক্য গুলি হল নিম্নরূপ:-


✍ সংজ্ঞাঃ

◆ ল‍্যাটেরাইজেশন:
উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট জাতীয় মাটি সৃষ্টির বিশেষ প্রক্রিয়াকে ল্যাটেরাইজেশন বলে।
◆ পডসলাইজেশন:
শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে পডসল জাতীয় মাটি সৃষ্টির বিশেষ প্রক্রিয়াকে পডসলাইজেশন বলে।

✍ জলবায়ুঃ

◆ ল‍্যাটেরাইজেশন:
অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাতযুক্ত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের জলবায়ুতে এই প্রক্রিয়া কার্যকরী।
◆ পডসলাইজেশন:
স্বল্প বৃষ্টিপাতযুক্ত শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে সরলবর্গীয় বনভূমিতে এই প্রক্রিয়া কার্যকরী।

✍ সিলিকার অপসারণঃ

◆ ল‍্যাটেরাইজেশন:
এই প্রক্রিয়ায় বিভিন্ন খনিজ লবণের সাথে মৃত্তিকার 'A' স্তর থেকে সিলিকা অপসারিত হয়।
◆ পডসলাইজেশন:
এই প্রক্রিয়ায় বিভিন্ন খনিজ লবণ অপসারিত হলেও মৃত্তিকার 'A' স্তর থেকে সিলিকা অপসারিত হয় না।

✍ জৈব স্তরঃ

◆ ল‍্যাটেরাইজেশন:
এই প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকার ওপরের স্তর জৈব পদার্থ সমৃদ্ধ হয় না।
◆ পডসলাইজেশন:
এই প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকার ওপরের স্তরে একটি জৈব স্তর সৃষ্টি হয়।

✍ রঙ বা বর্ণঃ

◆ ল‍্যাটেরাইজেশন:
এই প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকা লাল বর্ণের হয়।
◆ পডসলাইজেশন:
এই প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকা ধূসর বা ছাই বর্ণের হয়।

✍ হার্ডপ‍্যান সৃষ্টিঃ

◆ ল‍্যাটেরাইজেশন:
ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় মাটির 'A' ও 'B' স্তরে ডিউরিক্রাস্ট নামক হার্ডপ‍্যান গঠিত হয়।
◆ পডসলাইজেশন:
পডসলাইজেশন প্রক্রিয়ায় মাটির 'B' স্তরে অর্টস্টেন নামক হার্ডপ‍্যান গঠিত হয়।

✍ সৃষ্ট মৃত্তিকাঃ

◆ ল‍্যাটেরাইজেশন:
মৃত্তিকা সৃষ্টির এই প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়।
◆ পডসলাইজেশন:
মৃত্তিকা সৃষ্টির এই প্রক্রিয়ায় পডসল মৃত্তিকা সৃষ্টি হয়।




Top Post Ad

Below Post Ad

Ads Area