সমান্তরাল নদী নকশাঃ
ঢালযুক্ত ভূমিভাগে বিভিন্ন নদী ঢাল বরাবর সোজাপথে পরস্পরের সমান্তরালে নিচের দিকে প্রবাহিত হয়ে যে সমান্তরাল বা প্রায় সমান্তরাল নদী বিন্যাস গঠন করে, তাকে সমান্তরাল নদী নকশা বা সমান্তরাল জলনির্গম প্রণালী বলে।
উদাঃ ভারতের ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে এই প্রকার সমান্তরাল নদী নকশা লক্ষ্য করা যায়।
চিত্রঃ
সমান্তরাল নদী নকশা গঠনের নিয়ন্ত্রকঃ
মাঝারি থেকে খাড়াই ঢাল বিশিষ্ট ভূভাগ, কুয়েস্তার নতি ঢাল, একনত ভাঁজ, সমান্তরাল চ্যুতি বিশিষ্ট ভূগাঠনিক অঞ্চল প্রভৃতি সমান্তরাল নদী নকশা গঠনের নিয়ন্ত্রক।
সমান্তরাল নদী নকশার বৈশিষ্ট্যঃ
এই প্রকার নদী নকশার বৈশিষ্ট্যগুলি হল নিম্নরুপ:
◆ এটি ভূ গঠন ও ভূমিরূপ প্রভাবিত মিশ্র নদী নকশা।
◆ এই নদী ব্যবস্থায় অনুগামী নদীগুলি একে অন্যের সঙ্গে প্রায় সমান্তরালে প্রবাহিত হয়।
◆ নদীগুলি সাধারণত শিলাস্তরের নতি বরাবর প্রবাহিত হয়।
◆ প্রায় সমান কাঠিন্যযুক্ত ভূ-গাঠনিক অঞ্চলে এই নদী নকশা দেখা যায়।
◆ ঢাল বরাবর নেমে আসা নদীগুলি উপনদীরূপে এক বা একাধিক প্রধান নদীর সাথে মিলিত হয়।