Ads Area

Web Design Course Admission

পিনেট নদী নকশা বা চুনট নদী নকশাঃ

পিনেট নদী নকশাঃ

যে নদী জালিকায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উপনদী মূল নদীর সাথে প্রায় সূক্ষ্মকোণে মিলিত হয়ে সামগ্রিকভাবে পাখির পালকের আকৃতির মত নকশা গঠন করে, তাকে পিনেট বা চুনট নদী নকশা বলে।

উদা:
ভারতে নর্মদা নদী অববাহিকা ও চম্বল নদী অববাহিকায় এই ধরনের জলনির্গম প্রণালী দেখা যায়।

চিত্রঃ

              চিত্র:   পিনেট বা চুনট নদী নকশা


পিনেট নদী নকশা গঠনের নিয়ন্ত্রকঃ

অনুভূমিকভাবে শায়িত সমধর্মী শিলা যা সহজে ক্ষয়প্রাপ্ত হয়, এরূপ গঠনযুক্ত অঞ্চল এই ধরনের চুনট নদী নকশা গড়ে ওঠার নিয়ন্ত্রক।

পিনেট নদী নকশার বৈশিষ্ট্যঃ

এই নদী নকশার বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ---
◆ এটি মূলত একটি ভূমিরূপ প্রভাবিত নদী নকশা।
◆ পিনেট নদী নকশার উদ্ভবে ভূ গঠনের প্রভাব প্রায় নেই।
◆ এই প্রকার নদী নকশার উদ্ভবে ভূমিঢাল সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে।
◆ এই নদী নকশায় উপনদীগুলি পরস্পরের প্রায় সমান্তরালে নবং পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে।
◆ উপনদীগুলি দৈর্ঘ্যে ছোটো হয় এবং মূল নদীর সঙ্গে প্রায় সূক্ষ্মকোণে মিলিত হয়।
◆ এটি হল একটি রূপান্তরিত বৃক্ষরূপী জলনির্গম প্রণালী।
◆ এই প্রকার নদী নকশা অনেকটা পাখির পালকের আকৃতির মত দেখতে হয়।




Top Post Ad

Below Post Ad

Ads Area