Ads Area

Web Design Course Admission

বিনুনিরূপী বা বিনুনি আকৃতির নদী নকশাঃ

বিনুনিরূপী নদী নকশাঃ

যে নদী ব্যবস্থায় প্রধানত ভূমিরূপের প্রভাবে মূল নদী বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে কিছুদূর যাওয়ার পর পুনর্মিলিত হয়ে বা পরস্পর যুক্ত হয়ে বেণির আকৃতির নকশা গঠন করে, তাকে বিনুনিরূপী নদী নকশা বলে।

উদা: উত্তরবঙ্গের তরাই অঞ্চলের ভাবর অংশের ওপর প্রবাহিত নদীগুলির দ্বারা এইরূপ বিনুনিরূপী নদী নকশা গড়ে উঠেছে।

চিত্রঃ

                 চিত্র:  বিনুনিরূপী নদী নকশা


বিনুনিরূপী নদী নকশার নিয়ন্ত্রকঃ

অতি মৃদু ঢালযুক্ত অঞ্চল
এবং অতিপ্রবেশ্য পৃষ্ঠস্তরের উপস্থিতি, এই প্রকার নদী নকশা গঠনের নিয়ন্ত্রক।

বিনুনিরূপী নদী নকশার বৈশিষ্ট্যঃ

এই প্রকার নদী নকশার বৈশিষ্ট্যগুলি হল---
◆ এটি একধরনের বিপরীতধর্মী বৃক্ষরূপী নদী নকশা।
◆ এক্ষেত্রে, মূল নদী বা প্রধান নদী বিভিন্ন শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয়।
◆ শাখানদীগুলি পরস্পর যুক্ত হয়ে বেনির আকার ধারণ করে।
◆ এই প্রকার বিনুনিরূপী নদী নকশায় নদীখাতের গভীরতা অনেক কম হয়।
◆ মূলত: পাদদেশীয় অংশের পললশঙ্কু, বদ্বীপ অঞ্চল ও হিমবাহের বহির্ধৌত সমভূমির ওপর বিনুনি আকৃতির নদী নকশা গড়ে ওঠে।
◆ শাখা নদীর বিন্যাসের ফলে এই প্রকার নদী নকশা গঠিত হওয়ায় এটি একপ্রকার শাখানদী সমন্বিত নদী নকশা।





Top Post Ad

Below Post Ad

Ads Area