হিউমাসঃ
মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকায় অবস্থিত অতি সূক্ষ্ম জীবগোষ্ঠী দ্বারা বিয়োজনের মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যে কালো রঙের জটিল কলয়েডধর্মী পদার্থ সৃষ্টি করে তাকে হিউমাস বলে।
এককথায়, হিউমাস হলো-- প্রায় সম্পূর্ণরূপে বিশ্লিষ্ট ও সংশ্লেষিত কলয়েডধর্মী জটিল জৈব যৌগ।
হিউমাসের বৈশিষ্ট্যঃ
হিউমাসের বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ---
◆ কলয়েডধর্মীতা:
হিউমাস একটি কলয়েডধর্মী পদার্থ।
◆ সৃষ্টির প্রক্রিয়া:
মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ জৈব পচন প্রক্রিয়ায় জারিত হয়ে হিউমাস সৃষ্টি করে।
◆ খনিজে রূপান্তর:
হিউমাস মাটিতে দীর্ঘ সময় থাকে না। ইহা খনিজ পদার্থে রুপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়।
◆ বর্ণ বা রঙ:
হিউমাস কালো বা গাঢ় বাদামি বর্ণের হয়।
◆ জলধারণ ক্ষমতা:
হিউমাসের জলধারণ ক্ষমতা খুব বেশি।
◆ উপাদান:
হিউমাসের প্রধান উপাদানগুলি হল কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস, এছাড়া লিগনিন, প্রোটিন, ফ্যাট ইত্যাদি।
◆ ক্যাটায়ন বিনিময় ক্ষমতা:
হিউমাস কলয়েড ধনাত্মক আয়নযুক্ত হয় এবং এর ক্যাটায়ন বিনিময় ক্ষমতা খুব বেশি।
◆ দ্রবণীয়তা:
হিউমাস জলে প্রায় অদ্রবনীয়, কিন্তু লঘু ক্ষার দ্রবণে দ্রবণীয়।
◆ মাটির উর্বরতা:
হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা খুব উর্বর হয়। উদ্ভিদের পুষ্টি ভান্ডারের ভূমিকা পালন করে এই হিউমাস সমৃদ্ধ মাটি।