Ads Area

Web Design Course Admission

মহীসোপান কাকে বলে? মহীসোপানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর।

মহীসোপান

গড়ে প্রায় ২০০ মিটার গভীরতা পর্যন্ত সমুদ্রে নিমজ্জিত মৃদু ঢালে প্রসারিত মহাদেশীয় প্রান্তভাগকে মহীসোপান বলে।

মহীসোপানের বৈশিষ্ট‍্যঃ

🕳 মহীসোপান হল এককথায় মহাদেশের বর্ধিত অংশ।
🕳 মহীসোপানের গড় গভীরতা ২০০ মিটার।
🕳 ইহা মৃদু ঢালবিশিষ্ট। এই অংশের গড় ঢাল ১° থেকে ৩° এর মধ‍্যে।
🕳 মহীসোপানের গড় বিস্তার প্রায় ৫০ কিমি। তবে কোনো অংশে সর্বাধিক বিস্তার ১৫০০ কিমি পর্যন্ত হয়।
🕳 পৃথিবীর মোট সমুদ্র তলদেশের প্রায় ৭.৬ শতাংশ এলাকা মহীসোপানের অন্তর্গত।
🕳 মহাদেশের প্রান্তভাগকে ঘিরে মহীসোপান অবস্থান করে।
🕳 মহীসোপান মূলত মহাদেশীয় ভূ-ত্বক দিয়ে গঠিত।
🕳 মহীসোপান অঞ্চল সামুদ্রিক সম্পদের ভান্ডার। এই অংশ থেকে খনিজ তেল, প্রাকৃতিক গ‍্যাস সহ মণি, মুক্তা, প্রবাল প্রভৃতি উত্তোলিত হয়।




Top Post Ad

Below Post Ad

Ads Area