মহীসোপান
গড়ে প্রায় ২০০ মিটার গভীরতা পর্যন্ত সমুদ্রে নিমজ্জিত মৃদু ঢালে প্রসারিত মহাদেশীয় প্রান্তভাগকে মহীসোপান বলে।
মহীসোপানের বৈশিষ্ট্যঃ
🕳 মহীসোপান হল এককথায় মহাদেশের বর্ধিত অংশ।
🕳 মহীসোপানের গড় গভীরতা ২০০ মিটার।
🕳 ইহা মৃদু ঢালবিশিষ্ট। এই অংশের গড় ঢাল ১° থেকে ৩° এর মধ্যে।
🕳 মহীসোপানের গড় বিস্তার প্রায় ৫০ কিমি। তবে কোনো অংশে সর্বাধিক বিস্তার ১৫০০ কিমি পর্যন্ত হয়।
🕳 পৃথিবীর মোট সমুদ্র তলদেশের প্রায় ৭.৬ শতাংশ এলাকা মহীসোপানের অন্তর্গত।
🕳 মহাদেশের প্রান্তভাগকে ঘিরে মহীসোপান অবস্থান করে।
🕳 মহীসোপান মূলত মহাদেশীয় ভূ-ত্বক দিয়ে গঠিত।
🕳 মহীসোপান অঞ্চল সামুদ্রিক সম্পদের ভান্ডার। এই অংশ থেকে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস সহ মণি, মুক্তা, প্রবাল প্রভৃতি উত্তোলিত হয়।