মহীঢালঃ
মহীসোপানের প্রান্তভাগ থেকে গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত প্রসারিত হঠাৎ খাড়া নেমে যাওয়া সমুদ্র তলদেশকে মহীঢাল বলে।
মহীঢালের বৈশিষ্ট্যঃ-
🕳 মহীঢাল হল মহাদেশগুলির প্রকৃত শেষসীমা।
🕳 মহীসোপানের শেষপ্রান্ত থেকে গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত মহীঢাল বিস্তৃত।
🕳 এটি খাড়া ঢালবিশিষ্ট। এর গড় ঢাল প্রায় ৫°। তবে কোনো অংশে এর ঢাল ২৫°-৩০° পর্যন্তও হয়।
🕳 মহীঢালের গড় গভীরতা ২০০০- ২৫০০ মিটার।
🕳 পৃথিবীর মোট সমুদ্র তলদেশের প্রায় ৮.৫ শতাংশ স্থান অধিকার করে আছে মহীঢাল।
🕳 মহীঢালে সংকীর্ণ 'V' আকৃতির অন্ত:সাগরীয় ক্যানিয়ন ও গভীর সমুদ্রখাত সৃষ্টি হয়।
🕳 মহীঢাল অংশে সামুদ্রিক সম্পদ তুলনামূলকভাবে অনেক কম। তাই এর অর্থনৈতিক গুরুত্বও কম।