Ads Area

Web Design Course Admission

ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ

🔘 সঠিক উত্তরটি নির্বাচন কর।


১। ভৌমজলের অপর নাম কি?
A. পৃষ্ঠীয় জল 
B. উপপৃষ্ঠীয় জল 
C. কৈশিক জল 
D. উৎস‍্যন্দ জল
উত্তর: B. উপপৃষ্ঠীয় জল

২। ভূগর্ভে স্থায়ী সম্পৃক্ত স্তরে যে জল আবদ্ধ থাকে, তাকে বলা হয়---
A. ফ্রিয়েটিক জল 
B. ভাদোস জল
C. উৎস‍্যন্দ জল
D. সহজাত জল
উত্তর: A. ফ্রিয়েটিক জল

৩। নিম্নলিখিত কোন ধরনের শিলাস্তরে ভৌমজলের সঞ্চয় সবচেয়ে বেশি হয়ে থাকে?
A. কাদাপাথর
B. চুনাপাথর
C. শ্লেটপাথর
D. বেলেপাথর
উত্তর: D. বেলেপাথর

৪। দুটি অপ্রবেশ‍্য স্তরের মাঝে প্রবেশ‍্য স্তর অবস্থান করলে কোন প্রকার অ‍্যাকুইফার গঠিত হতে পারে?
A. মুক্ত অ‍্যাকুইফার
B. আবদ্ধ অ‍্যাকুইফার
C. পার্চড অ‍্যাকুইফার
D. অ‍্যাকুইফিউজ
উত্তর: B. আবদ্ধ অ‍্যাকুইফার

৫। যে ভূতাত্ত্বিক স্তরের মধ‍্য দিয়ে জল পরিবাহিত, ক্ষরিত ও পরিপূরিত হয়, তাকে বলা হয়---
A. ভৌমজলস্তর
B. অ‍্যাকুইফার
C. ভাদোস স্তর
D. কৈশিক স্তর
উত্তর: A. ভৌমজলস্তর

৬। ভৌমজলস্তরের নীচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সারাবছর জল পাওয়া যায়, তাকে বলা হয়---
A. কৈশিক স্তর
B. ভাদোস স্তর
C. স্থায়ী সম্পৃক্ত স্তর
D. সাময়িক সম্পৃক্ত স্তর
উত্তর: C. স্থায়ী সম্পৃক্ত স্তর

৭। ভূগর্ভে সম্পৃক্ত শিলাস্তরের ওপরের অসম্পৃক্ত স্তরকে বলা হয়---
A. ফ্রিয়েটিক স্তর
B. কৈশিক স্তর
C. অ‍্যাকুইফিউজ
D. ভাদোস স্তর
উত্তর: D. ভাদোস স্তর

৮। ভাদোস স্তরের নিম্নতম উপস্তরটি হল---
A. মৃত্তিকা জলস্তর
B. কৈশিক স্তর
C. স্থায়ী সম্পৃক্ত স্তর
D. মধ‍্যবর্তী ভাদোস স্তর
উত্তর: B. কৈশিক স্তর

৯। শিলাস্তরের কোন্ বৈশিষ্ট্যের জন‍্য অ‍্যাকুইক্লুড গঠিত হয়?---
A. সচ্ছিদ্রতা কম, প্রবেশ‍্যতা বেশি
B. সচ্ছিদ্রতা বেশি, প্রবেশ‍্যতা কম
C. সচ্ছিদ্রতা ও প্রবেশ‍্যতা উভয়ই কম
D. সচ্ছিদ্রতা ও প্রবেশ‍্যতা উভয়ই বেশি
উত্তর: B. সচ্ছিদ্রতা বেশি, প্রবেশ‍্যতা কম

১০। ধীরগতিসম্পন্ন জলবাহী স্তরটি কি নামে পরিচিত?
A. অ‍্যাকুইফার
B. অ‍্যাকুইক্লুড
C. অ‍্যাকুইটার্ড
D. অ‍্যাকুইফিউজ
উত্তর: C. অ‍্যাকুইটার্ড

Top Post Ad

Below Post Ad

Ads Area