উৎপাদক ও বিয়োজকের পার্থক্যঃ
উৎপাদক ও বিয়োজকের মধ্যে যেসব পার্থক্য পরিলক্ষিত হয় সেগুলি হল নিম্নরূপ---
👉 শ্রেণিঃ
◆ উৎপাদক:
উৎপাদকরা স্বভোজি শ্রেণীর।
◆ বিয়োজক:
বিয়োজকরা মৃতজীবী শ্রেণীর।
👉 শক্তি গ্রহণঃ
◆ উৎপাদক:
উৎপাদকরা সূর্য থেকে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পুষ্টি গ্রহণের মাধ্যমে শক্তি সঞ্চয় করে।
◆ বিয়োজক:
মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে পুষ্টি সংগ্রহের মাধ্যমে বিয়োজকদের দেহে শক্তির সঞ্চার ঘটে।
👉 ক্লোরোফিলের উপস্থিতিঃ
◆ উৎপাদক:
উৎপাদকের দেহে ক্লোরোফিলের উপস্থিতি রয়েছে।
◆ বিয়োজক:
বিয়োজকের শরীরে ক্লোরোফিল অনুপস্থিত।
👉 পুষ্টিস্তরে অবস্থানঃ
◆ উৎপাদক:
পুষ্টি স্তরের সবচেয়ে নিচের স্তরে এরা থাকে।
◆ বিয়োজক:
পুষ্টি স্তরের সর্বোচ্চ স্তরে এরা অবস্থান করে।
👉 জীবভরঃ
◆ উৎপাদক:
পরিবেশে উৎপাদকের জীবভর সর্বাধিক।
◆ বিয়োজক:
পরিবেশে বিয়োজকের জীবভর সর্বনিম্ন।
👉 সংশ্লেষ ও বিশ্লেষঃ
◆ উৎপাদক:
মাটি থেকে পুষ্টি মৌল সংগ্রহ করে পাতায় রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে এরা খাদ্য সংশ্লেষ করে।
◆ বিয়োজক:
বিয়োজকরা পচন ক্রিয়ার মাধ্যমে জীবদেহের জটিল যৌগগুলিকে বিশ্লিষ্ট করে সরল উপাদানে রূপান্তরিত করে।
👉 উদাহরণঃ
◆ উৎপাদক:
উদা- সকল প্রকার সবুজ উদ্ভিদ।
◆ বিয়োজক:
উদা- ব্যাকটেরিয়া