Ads Area

Web Design Course Admission

ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক মৎস্য শিকার উন্নত না হওয়ার কারণ উল্লেখ কর।

ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক মৎস্য শিকার উন্নত না হওয়ার কারণঃ



ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিকভাবে মৎস্যচাষে তেমনভাবে প্রসার ঘটেনি। বর্তমানে এই অঞ্চলে মৎস্য শিকার বৃদ্ধি পেলেও মৎস্য শিকারে কতকগুলি প্রতিকূল অবস্থা বিদ‍্যমান। এই অঞ্চলে বাণিজ্যিক মৎস্য শিকার উন্নত না হওয়ার কারণগুলি হল নিম্নরূপ---

✍ প্ল‍্যাঙ্কটনের অভাবঃ

ক্রান্তীয় অঞ্চলে মহীসোপানগুলি অধিক বিস্তৃত নয়, ফলে মাছের খাদ্য প্ল‍্যাঙ্কটনের অভাব দেখা যায়। এছাড়া সমুদ্রজলের অধিক উষ্ণতার কারণে এখানে প্ল‍্যাঙ্কটন বিশেষ জন্মায় না।

✍ খাদ‍্য উপযোগী মাছের অভাবঃ

ক্রান্তীয় অঞ্চলের সমুদ্র থেকে ধৃত মাছের অধিকাংশই নিকৃষ্ট শ্রেণীর মাছ, যা পশুখাদ্য ও সার হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু খাদ্যের উপযোগী উৎকৃষ্ট শ্রেণীর মাছের সংখ্যা খুবই কম।

✍ বিভিন্ন প্রজাতির মাছের মিশ্রণঃ

ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে একই স্থানে প্রায় 30-40 টি প্রজাতির মাছ একসঙ্গে বিচরণ করে। ফলে ধীবরদের মাছ সংগ্রহ করা ও বাছাই করার ক্ষেত্রে অসুবিধা হয়।

✍ সরলবর্গীয় কাঠের অভাবঃ

ক্রান্তীয় অঞ্চলের বনভূমির অধিকাংশ কাঠই শক্ত ও ভারী। ফলে মৎস্য শিকারের উপযোগী উন্নত ধরনের নৌ-যান তৈরির উপযুক্ত নয়।  নৌকা, ট্রলার প্রভৃতি নৌ-যান তৈরির উপযুক্ত সরলবর্গীয় নরম কাঠের যোগান এই অঞ্চলে পাওয়া যায় না।

✍ উষ্ণ-আর্দ্র জলবায়ুঃ

উষ্ণ আর্দ্র জলবায়ুর জন্য এই অঞ্চলের মৎস্য শিকারীরা অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ে।

✍ আধুনিক সরঞ্জামের অভাবঃ

ক্রান্তীয় অঞ্চলের দেশগুলি যন্ত্রশিল্পে যথেষ্ট উন্নত নয় বলে আধুনিক সরঞ্জামের অভাব দেখা যায়। ফলে মৎস্য শিকারও ব্যাহত হয়।

✍ মৎস‍্য সংরক্ষণে অসুবিধাঃ

উষ্ণ আর্দ্র জলবায়ুর জন্য এই অঞ্চলে মাছ দ্রুত নষ্ট হয়ে যায় এবং গরম আবহাওয়ার কারণে মাছ সংরক্ষণও ব্যয়বহুল হয়ে পড়ে।

✍ অনুন্নত পরিবহন ব‍্যবস্থাঃ

ক্রান্তীয় অঞ্চলের দেশগুলিতে পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত না হওয়ায় ধৃত মৎস্য দ্রুত বাজারে প্রেরণ করা সম্ভব হয় না, ফলে মাছ দ্রুত পচে যাওয়ার সম্ভাবনা থাকে।

✍ স্বল্প চাহিদাঃ

অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রের মিষ্টি জলের মাছের চাহিদা ও যোগান যথেষ্ট বেশি থাকায় ক্রান্তীয় অঞ্চলের দেশগুলিতে সামুদ্রিক মাছের চাহিদা যথেষ্ট কম।

✍ মূলধনের অভাবঃ

এই অঞ্চলের দেশগুলি অনুন্নত হওয়ায় মূলধনের অভাব দেখা যায়।

                   উপরিলিখিত কারণগুলির জন্য ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক মৎস্যচাষ বিশেষ উন্নতি লাভ করতে পারেনি।





Top Post Ad

Below Post Ad

Ads Area