Ads Area

Web Design Course Admission

নিরক্ষীয় বনাঞ্চল কাষ্ঠশিল্পে অনুন্নত কেন?

নিরক্ষীয় বনাঞ্চল কাষ্ঠশিল্পে অনুন্নত হওয়ার কারণঃ-



নিরক্ষীয় অরণ্য অঞ্চলে বহু মূল্যবান বৃক্ষের সমাবেশ দেখা যায়, যার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। অথচ, এই অঞ্চলে কাষ্ঠশিল্পের তেমন প্রসার ঘটেনি।
নিরক্ষীয় বনাঞ্চল কাষ্ঠ শিল্পে অনুন্নত হওয়ার কারণগুলি হল নিম্নরূপ---

🕳 দুর্গম বনভূমিঃ
বনভূমির গাছগুলি অত্যন্ত ঘন ভাবে সন্নিবিষ্ট থাকে এবং লতাগুল্ম ও আগাছায় পরিপূর্ণ থাকায়, এই দুর্গম বনভূমির ভেতর প্রবেশ করা দুঃসাধ্য হয়ে পড়ে।

🕳 বিভিন্ন প্রজাতির বৃক্ষের সমাবেশঃ
একই প্রজাতির গাছ একসঙ্গে বেশি মাত্রায় অবস্থান করে না। বিভিন্ন প্রজাতির গাছের একত্রে সমাবেশ দেখা যায়। ফলে গভীর বনভূমিতে প্রয়োজনীয় গাছ আলাদা ভাবে খুঁজে সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। 

🕳 গাছ কাটার অসুবিধাঃ
বনভূমি ঘন হওয়ায় গাছ কেটে তাকে কাত করে ফেলা কঠিন হয়। এছাড়া, বড় গাছ ও তার ডালপালার আঘাতে অনেক ছোট ছোট গাছও ক্ষতির সম্মুখীন হয়।

🕳 আগাছাপূর্ণ স‍্যাঁতস‍্যাঁতে তলদেশঃ
বনভূমির তলদেশ লতা ও আগাছায় পরিপূর্ণ এবং মাটি নরম ও স‍্যাঁতস‍্যাঁতে। ফলে এই প্রকার তলদেশের উপর দিয়ে কাঠ টেনে নিয়ে যাওয়া সম্ভবপর হয় না।

🕳 পরিবহনের অসুবিধাঃ
বনভূমির তলদেশের মাটি সব সময় ভিজে থাকে বলে কাঠ পরিবহনের জন্য বড় ও ভারী যানবাহন ব্যবহার করা যায় না। এছাড়া, বনভূমির অধিকাংশ কাঠ ভারী হওয়ায় নদীপথেও ভারী কাঠ জলে ভাসিয়ে পরিবহন করা যায় না।

🕳 প্রতিকূল পরিবেশঃ
নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ-আর্দ্র পরিবেশে ভ‍্যাপসা গরমে শ্রমিকরা অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে।

🕳 কীটপতঙ্গের উপদ্রবঃ
বনভূমির তলদেশ সর্বদা ভিজে স‍্যাঁতস‍্যাঁতে থাকায় বিভিন্ন প্রকার বিষাক্ত সাপ ও কীটপতঙ্গের উপদ্রব দেখা যায়। এ কারণে শ্রমিকদের বনভূমিতে কাঠ আহরণ করা বিপজ্জনক।

🕳 শ্রমিকের ঘাটতিঃ
ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সংলগ্ন এলাকায় তেমন জনবসতি গড়ে ওঠেনি। তাই কাঠ সংগ্রহের কাজে উপযুক্ত শ্রমিক পাওয়া যায় না।

🕳 মূলধনের অভাবঃ
নিরক্ষীয় অরণ্য সংলগ্ন অঞ্চলের অর্থনৈতিক অবস্থা তেমন উন্নত নয়। তাই কাষ্ঠশিল্পের জন্য প্রয়োজনীয় মূলধনের যোগান পাওয়া যায় না। এছাড়া, মূলধনের অভাবে উন্নত যন্ত্রপাতিরও ব্যবহার করা যায় না, যা কাষ্ঠশিল্পে উন্নতির অন্তরায়।




Top Post Ad

Below Post Ad

Ads Area