স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্যঃ-
স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্যগুলি হল নিম্নরূপ---
✍ সংজ্ঞাঃ
স্ট্যালাকটাইট
চুনাপাথরযুক্ত অঞ্চলে ভূ অভ্যন্তরে গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের দন্ডকে স্ট্যালাকটাইট বলে।
স্ট্যালাগমাইট
চুনাপাথরযুক্ত অঞ্চলে ভূ অভ্যন্তরে গুহার তলদেশ থেকে দণ্ডায়মান চুনাপাথরের স্তম্ভকে স্ট্যালাগমাইট বলে।
✍ অবস্থানঃ
স্ট্যালাকটাইট
স্ট্যালাকটাইটগুলি গুহার ছাদ থেকে ঝুলন্ত দন্ডের আকারে অবস্থান করে।
স্ট্যালাগমাইট
স্ট্যালাগমাইটগুলি গুহার মেঝে থেকে দণ্ডায়মান স্তম্ভের আকারে অবস্থান করে।
✍ গঠনঃ
স্ট্যালাকটাইট
গুহার ছাদ থেকে দ্রবীভূত চুনাপাথরের ফোঁটাগুলি মেঝেতে পড়ার আগেই শুকিয়ে গিয়ে ঝুরির আকারে স্ট্যালাকটাইট গঠন করে।
স্ট্যালাগমাইট
গুহার ছাদ থেকে ঝরে পড়া চুনের দ্রবণ ফোঁটা মেঝেতে পড়ে জমে গিয়ে স্তম্ভের আকারে স্ট্যালাগমাইট গঠন করে।
✍ বৃদ্ধির দিকঃ
স্ট্যালাকটাইট
এগুলি গুহার ছাদ থেকে নিচের দিকে বৃদ্ধি পায়।
স্ট্যালাগমাইট
এগুলি গুহার মেঝে থেকে ওপরের দিকে বৃদ্ধি পায়।
✍ আকৃতিঃ
স্ট্যালাকটাইট
স্ট্যালাকটাইটগুলি সরু কিন্তু দৈর্ঘ্যে সাধারণত বড় হয়।
স্ট্যালাগমাইট
স্ট্যালাগমাইটগুলি অপেক্ষাকৃত মোটা এবং দৈর্ঘ্যে ছোট হয়।
✍ স্থায়িত্বঃ
স্ট্যালাকটাইট
ঝুলন্ত দণ্ড হওয়ায় স্ট্যালাকটাইটগুলির স্থায়িত্ব কম।
স্ট্যালাগমাইট
নিচ থেকে বৃদ্ধিপ্রাপ্ত স্তম্ভ হওয়ায় স্ট্যালাগমাইটগুলির স্থায়িত্ব অপেক্ষাকৃত বেশি।