Ads Area

Web Design Course Admission

পেট্রোরাসায়নিক শিল্পের গুরুত্ব আলোচনা কর।

পেট্রোরাসায়নিক শিল্পের গুরুত্ব


বর্তমানে বিশ্বের শিল্প মানচিত্রে পেট্রোরাসায়নিক শিল্প এক উল্লেখযোগ্য নাম। কোনো দেশের অর্থনৈতিক উন্নতি সহ কৃষিক্ষেত্র, পরিবহন, চিকিৎসা, প্রতিরক্ষা প্রতিটি ক্ষেত্রে আজ পেট্রোরাসায়নিক শিল্পের প্রভাব লক্ষ্য করা যায়। 
বিভিন্ন দিক থেকে এই শিল্পের যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেগুলি হল নিম্নরূপ---

🕳 অনুসারী শিল্পের বিকাশ
পেট্রোরাসায়নিক শিল্পজাত দ্রব্যগুলি, যেমন-প্লাস্টিক, কৃত্রিম তন্তু, কৃত্রিম রাবার প্রভৃতি পুনরায় কাঁচামাল হিসাবে বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এভাবে পেট্রোরাসায়নিক শিল্পকে কেন্দ্র করে অনেকগুলি অনুসারী শিল্পের বিকাশ ঘটে।

🕳 কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি
পেট্রোরাসায়নিক শিল্প একটি শ্রমনিবিড় শিল্প এবং এই শিল্পকে কেন্দ্র করে বহু আনুসঙ্গিক শিল্প গড়ে ওঠায় প্রচুর সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়।

🕳 সরকারের রাজস্ব আয়
পেট্রোরাসায়নিক শিল্পজাত দ্রব্যের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় এই শিল্পের ব্যাপক প্রসার ঘটছে। ফলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে, যা দেশের অর্থনৈতিক উন্নতিতে ইতিবাচক প্রভাব ফেলে।

🕳 গবেষণার সুযোগ বৃদ্ধি
পেট্রোরাসায়নিক শিল্পে গবেষণার মাধ্যমে নতুন নতুন পণ্য সামগ্রী তৈরীর প্রচুর সুযোগ রয়েছে। ফলে গবেষণার কাজে নিয়োগের সম্ভাবনাও অধিক।

🕳 মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন
পেট্রোরাসায়নিক শিল্পজাত দ্রব্যের ব্যবহার ধীরে ধীরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে এই শিল্পজাত দ্রব্যের ব্যবহার ব্যাপক হওয়ায় মানুষের জীবনযাত্রার মানেরও উন্নতি ঘটছে।






Top Post Ad

Below Post Ad

Ads Area