ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের সমস্যাঃ-
পেট্রোরাসায়নিক শিল্প ভারতে একটি উদীয়মান শিল্প। তবু এই শিল্প বেশ কিছু সমস্যার সম্মুখীন। ভারতে এই শিল্পে যেসব সমস্যাগুলি দেখা যায়, সেগুলি হল নিম্নরূপ---
🔘 কাঁচামালের যোগানে ঘাটতিঃ
ভারতে খনিজ তেলের পর্যাপ্ত যোগান পাওয়া যায় না। ফলে পেট্রোরসায়ন শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের যোগানে ঘাটতি দেখা যায়।
🔘 উন্নত প্রযুক্তির অভাবঃ
এই শিল্পে ক্রমপরিবর্তনশীল উন্নত প্রযুক্তির প্রয়োজন হয়। আর, ভারতে এই প্রযুক্তির অভাব দেখা যায়। ফলে বিদেশ থেকে উচ্চমূল্যে সেই প্রযুক্তি সংগ্রহ করতে হয়।
🔘 অধিক প্রাথমিক ব্যয়ঃ
পেট্রোরাসায়নিক শিল্প স্থাপনে প্রাথমিক ব্যয় অধিক হওয়ায় প্রচুর মূলধনের প্রয়োজন হয়। এ কারণে নতুন শিল্প স্থাপন বা শিল্পের সম্প্রসারণ সম্ভব হয় না।
🔘 উৎপাদন খরচ বৃদ্ধিঃ
রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে খনিজ তেলের মূল্য বৃদ্ধি ঘটায়, এই শিল্পের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে।
🔘 পরিবেশ দূষণঃ
পেট্রোরাসায়নিক শিল্পজাত অধিকাংশ দ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত না হওয়ায় পরিবেশে দূষণের সৃষ্টি করে।
🔘 পরিকাঠামোগত সমস্যাঃ
শিল্প স্থাপনে জমি অধিগ্রহণ সহ শিল্প পরিচালনায় পরিকাঠামোগত সমস্যা দেখা যায়, যা এই শিল্পের উন্নতিতে অন্যতম অন্তরায়।