ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রজলে লবণতা সবচেয়ে বেশি হওয়ার কারণঃ
পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চল অপেক্ষা ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রজলে লবণতার পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় ৩৭%। এর কারনগুলি হল নিম্নরূপ:-
👉 অপেক্ষাকৃত স্বল্প বৃষ্টিপাত
নিরক্ষীয় অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম। ফলে বৃষ্টিপাতের মাধ্যমে এই অঞ্চলের সমুদ্রে বিশুদ্ধ জলের যোগানের পরিমাণও কম।
👉 অধিক বাষ্পীভবন হার
ক্রান্তীয় অঞ্চলের বাতাস বেশ উষ্ণ এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম বলে এখানে বাষ্পীভবনের হার বেশি, বছরে প্রায় ১০০ সেমির অধিক।
👉 মরুভূমির অবস্থান
সমুদ্রের কাছাকাছি অঞ্চলে মরুভূমি অবস্থান করায় সেখান থেকে লবণ বায়ুতাড়িত হয়ে সমুদ্রের জলে মেশে।
👉 অসমভাবাপন্ন সমুদ্রস্রোত
ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রস্রোত অসমভাবাপন্ন। ফলে বিভিন্ন মাত্রার লবণ-সমৃদ্ধ সমুদ্রস্রোত এখানে এসে মিশ্রিত হয়ে সমুদ্রজলে লবণতার মাত্রা বাড়িয়ে দেয়।
👉 নদীর মিষ্টি জলের কম মিশ্রণ
ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম উপকূলে মরুভূমির অবস্থানের কারনে এর কাছাকাছি স্থলভাগগুলিতে কম সংখ্যক নদী প্রবাহিত হওয়ায় সমুদ্রে নদীর মিষ্টি জলের মিশ্রণও কম হয়।