Ads Area

Web Design Course Admission

ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রজলে লবণতা সবচেয়ে বেশি হয় কেন?

ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রজলে লবণতা সবচেয়ে বেশি হওয়ার কারণঃ

পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চল অপেক্ষা ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রজলে লবণতার পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় ৩৭%। এর কারনগুলি হল নিম্নরূপ:-

👉 অপেক্ষাকৃত স্বল্প বৃষ্টিপাত
নিরক্ষীয় অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম। ফলে বৃষ্টিপাতের মাধ্যমে এই অঞ্চলের সমুদ্রে বিশুদ্ধ জলের যোগানের পরিমাণও কম।
👉 অধিক বাষ্পীভবন হার
ক্রান্তীয় অঞ্চলের বাতাস বেশ উষ্ণ এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম বলে এখানে বাষ্পীভবনের হার বেশি, বছরে প্রায় ১০০ সেমির অধিক।
👉 মরুভূমির অবস্থান
সমুদ্রের কাছাকাছি অঞ্চলে মরুভূমি অবস্থান করায় সেখান থেকে লবণ বায়ুতাড়িত হয়ে সমুদ্রের জলে মেশে।
👉 অসমভাবাপন্ন সমুদ্রস্রোত
ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রস্রোত অসমভাবাপন্ন। ফলে বিভিন্ন মাত্রার লবণ-সমৃদ্ধ সমুদ্রস্রোত এখানে এসে মিশ্রিত হয়ে সমুদ্রজলে লবণতার মাত্রা বাড়িয়ে দেয়।
👉 নদীর মিষ্টি জলের কম মিশ্রণ
ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম উপকূলে মরুভূমির অবস্থানের কারনে এর কাছাকাছি স্থলভাগগুলিতে কম সংখ্যক নদী প্রবাহিত হওয়ায় সমুদ্রে নদীর মিষ্টি জলের মিশ্রণও কম হয়। 




Top Post Ad

Below Post Ad

Ads Area