Ads Area

Web Design Course Admission

মরুসাগরকে মৃতের সাগর বলা হয় কেন?




মরুসাগরকে মৃতের সাগর বলার কারণঃ


মরুসাগরকে সাগর বলে আখ্যায়িত করলেও প্রকৃতপক্ষে মরুসাগর একটি স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪০২ মিটার নিচে অবস্থিত। এই হ্রদের লবনতা প্রায় ২৩৭%। এর মোট আয়তনের প্রায় এক চতুর্থাংশ খাদ‍্যলবণ, চুন, পটাশিয়াম, আয়োডিন প্রভৃতি দ্রবীভূত পদার্থ দ্বারা পরিপূর্ণ। ফলে দ্রবনের এরুপ ঘনত্বের জন্য জলের প্লবতা এত বেশি হয় যে, কোনো বস্তু নিমজ্জিত হতে পারে না। আবার, অত্যধিক তাপমাত্রার কারণে এই অঞ্চলে বাষ্পীভবনের হার অত্যন্ত বেশি হওয়ায় প্রতিদিন যে পরিমাণ স্বাদু জল এই মরুসাগরে এসে মিশ্রিত হয় তা বিদ্যমান লবণকে দ্রবীভূত করতে পারে না, উপরন্তু লবণের সঞ্চয় বাড়ায়। তাই অত্যধিক লবনতার কারণে এখানে কোনো প্রকার জলজ প্রাণী ও উদ্ভিদ জন্মাতে পারে না এবং এখানে কোনো প্রকার বাস্তুতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে না। এই কারণে মরুসাগরকে মৃতের সাগর বলা হয়।





Top Post Ad

Below Post Ad

Ads Area