Ads Area

Web Design Course Admission

গ্রিনহাউস প্রভাব নিয়ন্ত্রণ বা হ্রাস করার উপায়গুলি উল্লেখ কর।


গ্রিনহাউস প্রভাব নিয়ন্ত্রণ বা হ্রাস করার উপায়ঃ-

গ্রিনহাউস গ্যাসগুলির নির্গমন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য পরিবেশ সংক্রান্ত বেশ কয়েকটি বিশ্ব সম্মেলনে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়েছে। পরিবেশ বিজ্ঞানীদের দেওয়া প্রস্তাবসমূহের ভিত্তিতে নিম্নলিখিত কয়েকটি উপায় গ্রহণ করে গ্রিনহাউস গ্যাসগুলির নিয়ন্ত্রণ অনেকাংশে সম্ভব।

🕳 জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস
জীবাশ্ম জ্বালানির (কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি) ব‍্যবহার যথাসম্ভব কম করতে হবে।
🕳 অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি
প্রচলিত শক্তির পরিবর্তে বিভিন্ন অপ্রচলিত শক্তি, যেমন- সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার-ভাটা শক্তি প্রভৃতির ব্যবহার বৃদ্ধি করতে হবে।
🕳 CFC এর উৎপাদন বন্ধ
CFC গ্যাসের ব্যবহার ও উৎপাদন বন্ধ করতে হবে।
🕳 বনসৃজন বৃদ্ধি
বৃক্ষরোপণ ও বনসৃজনের মাধ্যমে উদ্ভিদের পরিমাণ বৃদ্ধি ও বনভূমির সম্প্রসারণ ঘটাতে হবে।
🕳 প্রযুক্তির উন্নতি
শিল্পক্ষেত্রে প্রযুক্তির উন্নতি ঘটিয়ে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাতাসে গ্রিনহাউস গ্যাসের নির্গমণের মাত্রা কমাতে হবে।
🕳 আবর্জনা প্রক্রিয়াকরণ
আবর্জনার সঠিক প্রক্রিয়াকরণের মাধ্যমে বায়ুমন্ডলে মিথেন গ্যাসের নির্গমন কমাতে হবে।
🕳 কাঠের বিকল্প দ্রব্যের ব্যবহার
কাঠের ব্যবহার কমিয়ে বিকল্প দ্রব্যের ব্যবহার বাড়াতে হবে।
🕳 পরিবেশবান্ধব আইন প্রবর্তন
পরিবেশ সংক্রান্ত আইন কানুন প্রবর্তন করে তার সঠিক প্রয়োগে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
🕳 জনসচেতনতা বৃদ্ধি
গ্রিনহাউস গ্যাসের প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হবে।





Top Post Ad

Below Post Ad

Ads Area