Ads Area

Web Design Course Admission

জীববৈচিত্র‍্যের বিভিন্ন প্রকারভেদ আলোচনা কর।

          চিত্র: উষ্ণ বাস্তুতান্ত্রিক পরিবেশের জীবগোষ্ঠী

      চিত্র: শীতল বাস্তুতান্ত্রিক পরিবেশের জীবগোষ্ঠী


জীববৈচিত্র‍্যের বিভিন্ন প্রকারভেদ

জীববৈচিত্র‍্যের বিভিন্ন ধরনের স্তর অনুযায়ী জীববৈচিত্র্যকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা- জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র‍্য।

১. জিনগত বৈচিত্র‍্যঃ

জীববৈচিত্র‍্যের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ হল জিন বৈচিত্র্য।
কোনো একটি জীব প্রজাতির অন্তর্গত প্রত‍্যেক জীবের মধ‍্যে জিনগত গঠনের যে পার্থক‍্য পরিলক্ষিত হয়, তাকে জিনগত বৈচিত্র‍্য বলে।
যেমন,- আম একটি প্রজাতি, যার বৈজ্ঞানিক নাম Mangifera Indica. ভারতে এই আম প্রজাতির প্রায় ২০০ টি মতো প্রকারভেদ আছে। জিনের ভিত্তিতেই এগুলি একটি অন‍্যটির থেকে আলাদা।

২. প্রজাতিগত বৈচিত্র‍্যঃ

জীববৈচিত্র‍্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তর হলো প্রজাতিগত বৈচিত্র‍্য।
নিজেদের মধ্যে প্রজননে সক্ষম জীবসমষ্টিকে প্রজাতি বোঝায়। কোনো নির্দিষ্ট অঞ্চলে এইপ্রকার বিভিন্ন প্রজাতির জীবের সমাবেশকে প্রজাতিগত বৈচিত্র্য বলে।
যেমন,- ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সমাবেশ দেখা যায়।

৩. বাস্তুতান্ত্রিক বৈচিত্র‍্যঃ

জীববৈচিত্র‍্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হল বাস্তুতান্ত্রিক বৈচিত্র‍্য।
বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে উদ্ভূত বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বসবাসকারী হরেকরকম জীবের সমাহারকে জীব সম্প্রদায়ের বাস্তুতান্ত্রিক বৈচিত্র‍্য বলে।
যেমন,- উষ্ণ মরুভূমির বাস্তুতন্ত্রের জীব ও শীতল মরু অঞ্চলের বাস্তুতন্ত্রের জীব ভিন্ন ভিন্ন প্রকৃতির।



Top Post Ad

Below Post Ad

Ads Area